‘সেরা টেকসই রিয়েল এস্টেট’ কোম্পানির  সম্মাননা পেল শেল্টেক্

প্রকাশ: মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫
https://techvoice24.com/assets/images/logoIcon/logo.png টেকভয়েস২৪  ডেস্ক
https://techvoice24.com/assets/images/logoIcon/logo.png
  ছবি: সংগৃহীত

‘সেরা টেকসই রিয়েল এস্টেট কোম্পানি’ শ্রেণিতে ‘এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ড ২০২৫’ অর্জন করেছে আবাসন খাতের কোম্পানি শেল্টেক্প্রাইভেট লিমিটেড।

সাস্টেইনেবল ব্র্যান্ড ইনিশিয়েটিভ, বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম ও বাংলাদেশ ইনোভেশন কনক্লেভের এ আয়োজনে বিভিন্ন খাতের ৩৫টি কোম্পানি পুরস্কার জিতেছে। এর মধ্যে শুধু শেল্টেক্ই ‘সেরা টেকসই রিয়েল এস্টেট কোম্পানি’ শ্রেণিতে সম্মাননা পেয়েছে বলে কোম্পানির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

রাজধানীর একটি হোটেলে আনুষ্ঠানিকভাবে এ সম্মাননা তুলে দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এ সম্মাননা শেল্টেকের টেকসই নগর উন্নয়নে নেতৃত্ব এবং বাংলাদেশের এসডিজি ২০৩০ লক্ষ্যমাত্রা অর্জনে দায়িত্বশীল নির্মাণ ও কমিউনিটিকেন্দ্রিক নকশার প্রতি তাদের অঙ্গীকারকে তুলে ধরে।

শেল্টেক্বলছে, ১৯৮৮ সাল থেকে ঢাকায় ৪ হাজার ১০০টির বেশি আবাসিক ও বাণিজ্যিক ইউনিট হস্তান্তর করেছে কোম্পানিটি।

তাদের প্রতিটি প্রকল্পে সবুজ খোলা জায়গা, ছাদবাগান, সৌরবিদ্যুৎ ব্যবস্থা, বৃষ্টির পানি সংরক্ষণ, ও বিশেষ চাহিদাসম্পন্ন মানুষের সহজ চলাচল ব্যবস্থা নিশ্চিত করা হয়।

image

আপনার মতামত দিন