আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হলো ক্যারিয়ার পরিকল্পনায় সহায়ক বাংলাদেশি প্লাটফর্ম ক্যারিয়ার ক্যানভাস অ্যাপ। শিক্ষাবিদ, প্রযুক্তিবিদ, বিশেষজ্ঞ, ক্যারিয়ার পরামর্শক, উদ্যোক্তা এবং তরুণ শিক্ষার্থীদের উপস্থিতিতে ১৬ ফেব্রুয়ারি সন্ধ্যায় অ্যাপটি উদ্বোধন করা হয়।
রাজধানীর ধানমন্ডির মমতা প্লাজায় অবস্থিত ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউটে অ্যাপটি উদ্বোধন করেন ক্লাউড ক্যাম্প বাংলাদেশের প্রতিষ্ঠাতা মোহাম্মদ মাহদী উজ জামান।
অনুষ্ঠানে জানানো হয়, ক্যারিয়ার ক্যানভাস অ্যাপটি বাংলাদেশসহ বিশ্বব্যাপী শিক্ষার্থী ও কর্মজীবীদের জন্য ক্যারিয়ার পরিকল্পনার ক্ষেত্রে নতুন বিপ্লব ঘটাবে। এর মাধ্য স্মার্ট ক্যারিয়ার গাইডেন্স, সাইকোমেট্রিক অ্যাসেসমেন্ট, স্কিল ট্রাকিং, স্কলারশিপ খোঁজার সুবিধা ও ব্যক্তিগত ব্র্যান্ডিং এর সুযোগ দেবে।
অ্যাপ উদ্বোধনী অনুষ্ঠানে বেসিস সাবেক সভাপতি মাহবুব জামান, ক্রিয়েটিভ বিজনেস গ্রুপের সিওও জিয়া উদ্দিন আহমেদ, নেটকম লার্নিং এর বাংলাদেশী প্রতিনিধি আব্দুর রহমান মামুন প্রমুখ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে ক্যারিয়ারে এআইয়ের প্রভাব নিয়েও একটি সেশন হয়েছে। দেখানে হয়েছে নতুন অ্যাপটির নানা বিষয়।
জানাগেলো, দেশের ৯ম, এসএসসি, এইচএসসি, পলিটেকনিক ও মাদরাসা শিক্ষার্থীদের ক্যারিয়ার পরিকল্পনায় অ্যাপটি জাদুকরের ভূমিকা পালন করবে। ওপেন সোর্স প্লাটফর্মে অ্যাপটি বাস্তবায়ন করেছে ক্লাউড ক্যাম্প ফাউন্ডেশন।