ডাটাবেজ সিকিউরিটি

প্রকাশ: মঙ্গলবার, ০৯ জুন, ২০২০
https://techvoice24.com/assets/images/logoIcon/logo.png টেকভয়েস২৪  ডেস্ক
https://techvoice24.com/assets/images/logoIcon/logo.png
  ছবি: সংগৃহীত
সবাইকে  অভিনন্দন জানিয়ে শুরু করছি আমার আাজকের ডাটাবেজের নতুন একটি পর্ব। ডাটাবেজ  সিকিউরিটি কী, ডাটাবেজকে রক্ষা করার পদ্ধতি সম্পর্কে আজকের পর্বে  আামি সংক্ষেপে আলোচনা করার চেষ্টা করবো।

# ডাটাবেজ সিকিউরিটি
ডাটাবেজে জমাকৃত ডাটাসমূহের গুরুত্ব অপরিসীম। তাই এ মূল্যবান ডাটাগুলোর নিরাপওা বিধান করা অত্যাবশ্যক। বিভিন্ন প্রতিষ্ঠানের সকল তথ্য ডাটাবেজে সংরক্ষিত থাকে। আর ডাটাবেজে যদি যে কেউ প্রবেশ করে তাহলে ডাটার নিরাপত্তা নষ্ট হবে। তাই অন অনুমোদিত ব্যক্তি যাতে ডাটাবেসে প্রবেশ না করতে পারে ডাটা নষ্ট না করতে পারে, ডাটা বদলাতে না পারে, ডাটা মুছতে না পারে, নতুন ডাটা প্রবেশ না করাতে পারে সেজন্য সিস্টেমে প্রয়োজনীয় নিরাপওা ব্যবস্থা করতে হবে। এবং দুর্ঘটনাজনিত কারণে যাতে করে ডাটাবেজের ডাটা নষ্ট না হয় তার জন্য যে সিস্টেমের মাধ্যমে ব্যবস্থা করা হবে তাকেই বলা হয় ডাটাবেজ সিকিউরিটি।

অর্থাৎ সংক্ষিপ্তভাবে বলতে গেলে অনাকাঙ্ক্ষিত কার্যক্রম থেকে ডাটাবেজকে রক্ষা করার সিস্টেম বা প্রসেসকে বলা হয় ডাটাবেজ সিকিউরিটি।

# ডাটাবেজ রক্ষা করতে যা করবেন
ডাটাবেজ ডিজাইনকারীকে এবং ব্যবহারকারীকে নিরাপওামূলক বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করতে হয়। তার মধ্য কয়েকটি বিষয় আমি আলোচনা করবো।

★ প্রথমত ডাটাবেজে সিকিউরিটি ব্যবস্থা করতে হবে। এর জন্য একটি সহজ পদ্ধতি database encryption পদ্ধতি ব্যবহার করতে হবে।

★ ডাটাবেজ ব্যবহারকারীকে বিভিন্ন শ্রেণিতে বিভক্ত করতে হবে এবং তাদের শ্রণি অনুযায়ী Authorization দিতে হবে। এর ফলে কোন অনাকাঙ্ক্ষিত ব্যক্তি ডাটা access করতে পারবে না।

★ ডাটাবেজ ব্যবহারকারীকে authenticate করতে হবে যাতে অন অনুমোদিত ব্যক্তি প্রবেশ না করতে পারে। ফলে ডাটাবেজ ধ্বংসের হাত থেকে রক্ষা পাবে।

★ ডাটাবেজ failure এর ক্ষেএে সঠিক recovery যাতে হয় তার জন্য উওম algorithm বা recovery পদ্ধতি অবলম্বন করতে হবে।

পরবর্তী পর্বে   আমি ডাটাবেজ সিকিউরিটির অারো কয়েকটি পদ্ধতি সম্পর্কে আলোচনা করবো।

লেখক : সালমা আক্তার, কন্টেন্ট রাইটার, ডিজিটাল স্কিলস ফর বাংলাদেশ

আপনার মতামত দিন