স্পেসএক্স ছাড়লেন বাংলাদেশি বংশোদ্ভূত ১৬ বছর বয়সী কাইরান কাজি

প্রকাশ: বৃহস্পতিবার, ২১ অগাস্ট, ২০২৫
https://techvoice24.com/assets/images/logoIcon/logo.png টেকভয়েস২৪  ডেস্ক
https://techvoice24.com/assets/images/logoIcon/logo.png
  ছবি: সংগৃহীত

তার বয়স ছিল মাত্র ১৪, কিন্তু স্বপ্ন ছিল বিশাল। সে স্বপ্ন বাস্তব করে তিনি পা রাখেন ইলন মাস্কের স্পেসএক্সে। বাংলাদেশের রক্ত বয়ে বেড়ানো এই প্রতিভাবান কিশোরের নাম কাইরান কাজি। আজ আবারো আলোচনায় তিনি।মাত্র ১৬ বছর বয়সে এবার তিনি নিজ ইচ্ছায় স্পেসএক্স ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন। তার নতুন গন্তব্য সিটাডেল সিকিউরিটিজ। একটি সম্মানজনক আর্থিক প্রযুক্তি প্রতিষ্ঠান, যেখানে তিনি কোয়ান্টাম ডেভেলপার হিসেবে কাজ শুরু করছেন।

শৈশবেই ব্যতিক্রমী প্রতিভার ছাপ
কাইরান কাজির অসাধারণ অর্জনের শুরু আরও আগে। মাত্র ১১ বছর বয়সে তিনি লাস পোসিটাস কলেজ থেকে গণিতে অ্যাসোসিয়েট অব সায়েন্স ডিগ্রি অর্জন করেন। এরপর মাত্র ১৪ বছর বয়সে যুক্তরাষ্ট্রের সান্তা ক্লারা বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগে স্নাতক ডিগ্রি লাভ করেন।

বিশ্ববিদ্যালয়টির ১৭০ বছরের ইতিহাসে সবচেয়ে কনিষ্ঠ স্নাতক হিসেবে ইতিহাস গড়েন তিনি।

স্পেসএক্সে গুরুত্বপূর্ণ ভূমিকা
স্নাতক হওয়ার পরপরই কাইরান স্পেসএক্সে প্রকৌশলী হিসেবে কাজ শুরু করেন। সেখানে তিনি স্টারলিংক প্রকল্পে যুক্ত ছিলেন, যা বিশ্বব্যাপী স্যাটেলাইটের মাধ্যমে ইন্টারনেট সংযোগ বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। প্রযুক্তিগত দক্ষতা ও উদ্ভাবনী দৃষ্টিভঙ্গির মাধ্যমে এই কিশোর প্রকৌশলী প্রকল্পে অসামান্য অবদান রেখেছেন।

পরিবার ও প্রেরণা
কাইরানের সাফল্যের পেছনে রয়েছে এক শিক্ষিত ও পেশাদার পরিবার। তাঁর মা জুলিয়া কাজি যুক্তরাষ্ট্রের ওয়াল স্ট্রিটে কর্মরত, এবং বাবা মুস্তাহিদ কাজি একজন রসায়ন প্রকৌশলী। মার্কিন-বাংলাদেশি সংস্কৃতির ছোঁয়ায় বেড়ে ওঠা কাইরান শৈশব থেকেই পড়াশোনায় ছিলেন অত্যন্ত আগ্রহী এবং প্রতিভাবান।

নতুন অধ্যায়ে যাত্রা
স্পেসএক্স ছাড়ার সিদ্ধান্তটি সহজ ছিল না, তবে কাইরান নতুন কিছু শেখা ও আরও চ্যালেঞ্জিং পরিবেশে কাজ করার আগ্রহ থেকেই সিটাডেল সিকিউরিটিজে যোগ দিচ্ছেন বলে জানা গেছে। কোয়ান্টাম কম্পিউটিং এবং ডেটা অ্যানালিটিক্সের মতো জটিল ক্ষেত্রগুলোতে কাজ করার সুযোগ পাচ্ছেন তিনি। সূত্র: টাইমস অব ইন্ডিয়া

image

আপনার মতামত দিন