বান্দরবান ধর্মপল্লীতে এসএসসি উত্তর খ্রিস্টীয় মানবিক গঠন প্রশিক্ষণ কোর্স

প্রকাশ: শুক্রবার, ১৩ জুন, ২০২৫
https://techvoice24.com/assets/images/logoIcon/logo.png টেকভয়েস২৪  ডেস্ক
https://techvoice24.com/assets/images/logoIcon/logo.png
  ছবি: সংগৃহীত

চট্টগ্রাম যুব কমিশনের আয়োজনে বিভিন্ন ধর্মপল্লী থেকে আগত ছেলে মেয়েদের নিয়ে ২য় গ্রুপে অনুষ্ঠিত হলো এসএসসি উত্তর খ্রিস্টীয় মানবিক গঠন প্রশিক্ষণ কোর্স।

 ৩১ মে থেকে ৭ জুন ২০২৫ খ্রিস্টাব্দ,  চট্টগ্রাম মহাধর্মপ্রদেশের যুব কমিশনের আয়োজন ধর্মপ্রদেশের ৮টি ধর্মপল্লী ও ২টি কোয়াজি ধর্মপল্লী থেকে আগত ছেলে-মেয়েদের নিয়ে ২য় গ্রুপে অনুষ্ঠিত হলো এসএসসি উত্তর খ্রিস্টীয় মানবিক গঠন প্রশিক্ষণ কোর্স।

এই আর্চডাইয়োসিসের ৮টি ধর্মপল্লী ও ২টি কোয়াজি ধর্মপল্লী গুলো হলো ক্যাথিড্রাল, দিয়াং, জামালখান, পাহাড়তলী, নোয়াখালী, লক্ষীপুর, লামা, আলীকদম, রাঙ্গামাটি, খাগড়াছড়ি ধর্মপল্লী।  এতে প্রায় ৫৩জন পরিক্ষার্থী অংশগ্রহণ করেন।

উক্ত প্রশিক্ষণের উদ্বোধন ঘোষনা করেন এপিসকপাল যুব কমিশনের যুব সমন্বয়কারী ফাদার বিকাশ রিবেরু সিএসসি। তিনি বলেন, “যুব কমিশন প্রতিবছর এই প্রশিক্ষণের আয়োজন করে আসছে। এই প্রশিক্ষোনের ফলে আজ অংশগ্রহণকারীরা দেশ ও মন্ডলীতে খ্রীস্টের আদর্শের সাক্ষী দিয়ে যাচ্ছে।”

 এই কোর্সে পবিত্র বাইবেল পরিচিতি, পবিত্র সংষ্কার, খ্রিস্টবিশ্বাসোক্তি, বিবাহ ও পরিবার, ক্যারিয়ার গাইডেন্সসহ আরো বেশকিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়।

এছাড়া এই বছরের পালকীয় পত্র নিয়ে অংশগ্রহণকারীদের মধ্যে সহভাগিতা করেন চট্টগ্রাম আর্চডাইয়োসিসের ধর্মপাল আর্চবিশপ সুব্রত লরেন্স হাওলাদার, সিএসসি।

এই কোর্সের মধ্যে ছিল বিভিন্ন সৃজনশীল কাজের বিভিন্ন প্রতিযোগীতা যেমন: দেয়ালিকা প্রতিযোগীতা, নাটিকা প্রতিযোগীতা, বিতর্ক প্রতিযোগীতা, উপস্থিত বক্তৃতা, সাধারণ জ্ঞান প্রতিযোগীতা।

কোর্সের সমাপনীতে এই সকল বিষয়ের উপর বিজয়ীদেরকে বিভিন্ন পুরুস্কার  ও সার্টিফিকেট প্রদান করা হয়।

সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম কাথলিক আর্চডাইয়োসিসের  অর্থ ও প্রশাসন বিভাগের ডিরেক্টর ফাদার সাধন আগস্টিন গ্রেগরী, যুব সমন্বয়কারী মিকি পল গণসালভেছ,  সহ যুব সমন্বয়কারী ফাদার সুমন পিটার কস্তা সিএসসি ও কোর্স সমন্বয়কারী মি. ফ্লেভিয়ান ডি’কস্তা।

পরিশেষে অংশগ্রহণকারীদের পক্ষ হতে সাংষ্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে এই এসএসসি উত্তর খ্রিস্টীয় মানবিক গঠন প্রশিক্ষণ কোর্সের সমাপ্তি ঘোষণা করা হয়। সূত্র: আরভিএ

image

আপনার মতামত দিন