রাজশাহী কাথিড্রাল ধর্মপল্লীতে পালকীয় সম্মেলনে অংশ নিলেন প্রায় ৯০ জন

প্রকাশ: বুধবার, ১২ নভেম্বর, ২০২৫
https://techvoice24.com/assets/images/logoIcon/logo.png টেকভয়েস২৪ রিপোর্ট
https://techvoice24.com/assets/images/logoIcon/logo.png
  ছবি: সংগৃহীত

রাজশাহী ধর্মপ্রদেশের উত্তম মেষপালক কাথিড্রাল ধর্মপল্লীতে গত ৭ নভেম্বর ২০২৫ অনুষ্ঠিত হয়েছে পালকীয় সম্মেলন। এ বছর সম্মেলনের মূল সুর ছিল ‘খ্রিস্ট জন্মজয়ন্তী: আশার তীর্থযাত্রায় অংশগ্রহণ’।

সম্মেলনে ধর্মপল্লীর পালকীয় পরিষদের সদস্যসহ বিভিন্ন গ্রামের প্রতিনিধি, যুব প্রতিনিধিদল এবং সিস্টার সম্প্রদায়ের সদস্য মিলিয়ে প্রায় ৯০ জন অংশ নেন।

স্বাগত বক্তব্যে কাথিড্রাল ধর্মপল্লীর পাল পুরোহিত ফাদার ফাবিয়ান মারাণ্ডী বলেন, ‘খ্রিস্ট জন্মজয়ন্তী আমাদের জন্য আনন্দের বছর। সমাজে যে দায়িত্বে আছি, তা নিষ্ঠার সঙ্গে পালন করলেই মণ্ডলী গঠনের কাজে সত্যিকারের অবদান রাখা যায়।’

পরে রাজশাহী ধর্মপ্রদেশের বিশপের পালকীয় পত্রে উত্থাপিত তিনটি বিষয় নিয়ে আলোচনা করেন শেলী বিশ্বাস, ড. আরোক টপ্য ও ফাদার বিশ্বনাথ মারাণ্ডী।

সম্মেলনের শেষ পর্বে ধর্মপল্লী পর্যায়ে বাস্তবায়নের জন্য আগেই প্রস্তাবিত পাঁচটি কর্মপরিকল্পনা নিয়ে উন্মুক্ত আলোচনা হয়। উপস্থিত প্রতিনিধিরা মতামত দেন এবং বাস্তবায়ন প্রক্রিয়া আরও কার্যকর করার বিষয়ে প্রস্তাবনা তুলে ধরেন। সূত্র: আরভিএ

image

আপনার মতামত দিন