ঢাকা মহাধর্মপ্রদেশের তেজগাঁও হলি রোজারি ধর্মপল্লীতে গত ১৪ নভেম্বর ২০২৫ অনুষ্ঠিত হয়েছে হস্তার্পণ সংস্কার প্রদান অনুষ্ঠান। দীর্ঘ আধ্যাত্মিক প্রস্তুতির পর ধর্মপল্লীর ৫২ জন প্রার্থীকে এ সংস্কার প্রদান করা হয়।
হস্তার্পণ সংস্কার প্রদান করেন ঢাকা মহাধর্মপ্রদেশের আর্চবিশপ বিজয় এন. ডি’ক্রুশ। তাঁর সঙ্গে ছিলেন পাল পুরোহিত ফাদার জয়ন্ত গমেজসহ আরও কয়েকজন যাজক।
খ্রিস্টযাগের উপদেশবাণীতে আর্চবিশপ ডি’ক্রুশ বলেন, “যেমন যীশুর শিষ্যরা পঞ্চাশত্তমীর দিনে পবিত্র আত্মা পেয়েছিলেন, তেমনই এই হস্তার্পণ সংস্কারের মধ্য দিয়ে আজ আমরা পবিত্রতার পূর্ণতা লাভ করছি। খ্রিস্টীয় জীবনের মৌলিক আহ্বানই হলো পবিত্র হওয়া।”
তিনি আরও বলেন, “আজ যাঁরা এই সংস্কার গ্রহণ করছো, তোমাদের পবিত্র হওয়ার সাধনায় প্রবেশ করতে হবে। এই সংস্কার তোমাদের আরও ভালো মানুষ হতে সাহায্য করবে, মানুষের কল্যাণে কাজ করা, দরিদ্রদের সহায়তা করা, অসুস্থদের পাশে দাঁড়ানোই হবে তোমাদের অনুশীলন।”
আর্চবিশপ জানান, হস্তার্পণ সংস্কারের মাধ্যমে বিশ্বাসীরা পবিত্র আত্মার সাতটি দান লাভ করেন, যা শক্তি ও সাহস জোগায়-যেভাবে প্রেরিত শিষ্যরা ভয় ত্যাগ করে বাণী প্রচারে এগিয়ে গিয়েছিলেন।
খ্রিস্টযাগ শেষে পাল পুরোহিত ফাদার জয়ন্ত এস গমেজ উপস্থিত সবাইকে ধন্যবাদ জানান। পরে ৫২ জন ছেলে-মেয়ের হাতে প্রশংসাপত্র ও ছোট উপহার তুলে দেওয়া হয়। সূত্র: আরভিএ