বোর্ণী ধর্মপল্লীতে উপাসনা বিষয়ক সেমিনার

প্রকাশ: সোমবার, ০৭ অক্টোবর, ২০২৪
Image টেকভয়েস২৪  ডেস্ক
news-banner
  ছবি: সংগৃহীত
‘প্রতিষ্ঠিত  বেদীসেবক ও বাণী ঘোষকের সেবাদায়িত্ব’ মূলসুরকে কেন্দ্র করে ৬ অক্টোবর বোর্ণী ধর্মপল্লীতে উপাসনা  বিষয়ক সেমিনার  অনুষ্ঠিত হয়। পবিত্র খ্রিস্টযাগের মধ‍্য দিয়ে  সেমিনার শুরু করা হয়। এতে প্রধান পৌরহিত্য করনে ধর্মপল্লীর সহকারী পাল-পুরোহিত সুরেশ পিউরীফিকেশন।

খ্রিস্টযাগের পর প্রদীপ  প‍্রজ্জ্বলন ও প্রার্থনার এর মধ‍্য দিয়ে  সেমিনারের শুভ উদ্বোধন করা হয়। ধর্মপল্লীর সহকারী পাল-পুরোহিত মিন্টু যোহন রায় সকলকে শুভেচ্ছা জানিয়ে বলেন, উপাসনা হল মণ্ডলীর প্রাণ। উপাসনা অনুষ্ঠানে আমরা যেন আরও বেশি  সক্রিয়ভাবে  অংশগ্রহণ করি।

সেমিনারের প্রশিক্ষক  ফাদার সুরেশ পিউরীফিকেশন  বলেন, প্রতিষ্ঠিত বেদীসেবক ও বাণী ঘোষক উপাসনা অনুষ্ঠানের সেবাকর্মী। প্রতিষ্ঠিত  বেদীসেবক ও বাণী ঘোষক  সেবাদায়িত্ব যা মণ্ডলীতে অনেক আগে থেকেই  ছিল। এই সেবাদায়িত্ব পালনে ভক্তজনগণের  অংশগ্রহণ যেন বৃদ্ধি পায় সে জন‍্য পোপ মহোদয়  আহ্বান করেন।

পরে ফাদার সুরেশ পিউরীফিকেশন বেদীসেবক ও উপাসনার  পুঞ্জিকা, বাণী বিতান, পোষাক  ও উপকরণ পরিচিত বিষয়েও সহভাগিতা করেন।  শেষে  ফাদার সুরেশ পিউরীফিকেশন উপাসনা ও প্রার্থনা বিষয়ক কমিশনের  পক্ষ থেকে অংশগ্রহণকারী সকলকে ধন‍্যবাদ  জানান এবং সেমিনারের সমাপ্তি ঘোষণা করেন।

 রিপোর্টার : ফাদার সুরেশ পিউরীফিকেশন
image

আপনার মতামত দিন