রাঘবপুর সাধু যোসেফ ক্যাথলিক খ্রীষ্টমণ্ডলীতে পালিত হলো সাধ্বী আন্না সমাজের পর্ব দিবস

প্রকাশ: মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫
https://techvoice24.com/assets/images/logoIcon/logo.png টেকভয়েস২৪  ডেস্ক
https://techvoice24.com/assets/images/logoIcon/logo.png
  ছবি: সংগৃহীত

রাঘবপুর সাধু যোসেফ ক্যাথলিক খ্রীষ্টমণ্ডলীতে পালিত হল সাধ্বী আন্না সমাজের পর্ব দিবস। প্রতি বছরের ন্যায় এই বছরওগত  ২৬ জুলাই, বারুইপুর ধর্মপল্লীর রাঘবপুর সাধু যোসেফ ক্যাথলিক খ্রীষ্টমণ্ডলীতে সাধ্বী আন্না সমাজের পর্ব পালন করা হয়। 

সকাল সাড়ে ছয়টায় পবিত্র খ্রীষ্টযাগ অনুষ্ঠান শুরু হয়। খ্রীষ্টযাগের উৎসর্গ করেন বারুইপুর ধর্মপ্রদেশের প্রাক্তন ধর্মপাল পরম শ্রদ্ধেয় বিশপ সালভাতোর লোবো। সহযোগিতা করেন বারুইপুর ধর্মপ্রদেশের ভিকার জেনারেল ফাদার কৌনজ রায়, ফাদার জোনাস, রাঘবপুর ধর্মপল্লীর মিশন সুপিরিয়র ফাদার জনসন পাদিয়ারা, রাঘবপুর ধর্মপল্লীর পাল পুরোহিত যোসেফ টোপ্প এসজে মহাশয় এবং অন্যান্য ফাদার ও ব্রাদারগণ।

মাগুরখালী সাধ্বী আন্না সমাজ কনভেন্টের সুপিরিয়র সিস্টার অর্পিতা ডিএসএ, সিস্টার মেরী ডিএসএ, সিস্টার মালা ডিএসএ, সিস্টার শুকমানিয়া ডিএসএ এবং গোবরাচক সাধ্বী আন্না সমাজ কনভেন্টের সুপিরিয়র  সিস্টার বিনীতা ডিএসএ, সিস্টার ফ্রান্সিসকা ডিএসএ প্রমুখ উক্ত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

বিশপ মহোদয়ের ও সকল খ্রীস্টভক্তের সামনে সিস্টার শুকমানিয়া ডিএসএ সন্ন্যাস জীবনের ব্রত পুনরাবৃত্তি করেন।

বিশপ লোবো বলেন, আমাদের বারুইপুর ডায়োসিসে ডি.এস.এ সিস্টাররা ১২৭ বছর ধরে সেবা দান করে চলেছেন, যা আমাদের প্রত্যেকের কাছেই একটি গর্বের বিষয়। আজকের এই পর্ব দিন আমাদের মনে করায় প্রতিটা মানুষ মুক্তির আশা ও মুক্তির আলোর পাবে।

খ্রীষ্টযাগ শেষে ধর্মপল্লীর পক্ষ থেকে সম্বর্ধনা ও ছোট্ট বক্তব্য দেওয়া হয়। অনুষ্ঠান পরিচালনা ও আয়োজন করেন ধর্মপল্লীর পালকীয় পরিষদের সদস্যরা।  সূত্র: আরভিএ

image

আপনার মতামত দিন