রাজশাহী ধর্মপ্রদেশে ওয়াইসিএস এনিমেটরদের সেমিনার

প্রকাশ: শনিবার, ১৪ জুন, ২০২৫
https://techvoice24.com/assets/images/logoIcon/logo.png টেকভয়েস২৪  ডেস্ক
https://techvoice24.com/assets/images/logoIcon/logo.png
  ছবি: সংগৃহীত

রাজশাহী ধর্মপ্রদেশীয় যুব কমিশনের আয়োজনে খ্রিস্টজ্যোতি পালকীয় সেবাকেন্দ্রে ১১ থেকে ১৩ জুন অনুষ্ঠিত হলো ওয়াইসিএস এনিমেটরদের নিয়ে বিশেষ সেমিনার।

এই সেমিনারের মূলসুর ছিল, “হৃদয়ে নতুন চেতনা ও প্রেরণা জাগাও, গ্রহণ করো ওয়াইসিএস’র ধারণা”। এতে ধর্মপ্রদেশের বিভিন্ন ধর্মপল্লী থেকে প্রায় ৯১জন ওয়াইসিএস এনিমেটর ও সদস্য-সদস্যা অংশগ্রহণ করে।

এই সেমিনারের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এপিসকপাল যুব কমিশনের নির্বাহী সচিব ও জাতীয় যুব কো-অর্ডিনেটর ফাদার বিকাশ জেমস্ রিবেরু, রাজশাহী ধর্মপ্রদেশীয় যুব কমিশনের কো-অর্ডিনেটর ফাদার শ্যামল জেমস্ গমেজ, প্রাক্তন ওয়াইসিএস চ্যাপলেইন ফাদার উজ্জ্বল সামুয়েল রিবেরু, নতুন ওয়াইসিএস চ্যাপলেইন ফাদার ব্লেইস সুমিত কস্তা ও খ্রিস্টজ্যোতি পালকীয় সেবাকেন্দ্রের পরিচালক ফাদার সাগর কোড়াইয়া।

পবিত্র খ্রিস্টযাগ উৎসর্গ করেন রাজশাহী ধর্মপ্রদেশের বিশপ জের্ভাস রোজারিও। তিনি তাঁর উপদেশ বাণীতে বলেন, “খ্রিস্টান হিসেবে আমাদের ত্যাগ হলো ঈশ্বরের ইচ্ছা আমাদের জীবনে মেনে নেওয়া এবং তার ইচ্ছা অনুসারে জীবনযাপন করা।”

“আমরা যদি যিশুকে ভালোবাসি তবে যিশুর জন্য মঙ্গলবাণী প্রচার করতে দ্বিধাবোধ করবো না,” বলেন বিশপ রোজারিও।

প্রাক্তন ওয়াইসিএস’র চ্যাপলেইন ফাদার উজ্জ্বল রিবেরু তার আলোচনায় ওয়াইসিএস’এর ধারণ ও উৎপত্তি বিষয় আলোচনা করেন।

অন্যদিকে জাতীয় যুব সমন্বয়কারী ফাদার বিকাশ জেমস রিবেরু, সিএসসি এনিমেটরদের দায়িত্ব-কর্তব্য ও ভূমিকা সম্পর্কে আলোচনা করেন।

এছাড়াও সিস্টার মেরী জেনিফার, এসএমআরএ ওয়াইসিএস কার্যপদ্ধতি সর্ম্পকে এবং সেল মিটিং পদ্ধতি সর্ম্পকে আলোচনা করেন সিস্টার রোজলীন রোজারিও, আরএনডিএম।

ধর্মপ্রদেশীয় ওয়াইসিএস এর চ্যাপলেইন ফাদার ব্লেইস কস্তা বলেন, “আমরা চাই প্রত্যেক ধর্মপল্লীতে ওয়াইসিএস মুভমেন্ট যেন সক্রিয় থাকে আর সে জন্যই আমাদের এ আয়োজন।”

ফাদার আরো বলেন, “আশা করি তোমরা ধর্মপল্লীতে ফিরে গিয়ে ধর্মপল্লীতে এ মুভমেন্টকে আরোও সক্রিয় করে তুলবে”।

পরিশেষে রাজশাহী ধর্মপ্রদেশীয় যুব কমিশনের কো অর্ডিনেটর ফাদার শ্যামল গমেজ যুব কমিশনের পক্ষে সকলকে ধন্যবাদ জানানোর মধ্য দিয়ে এই সেমিনারের সমাপ্তি ঘোষণা  করেন। সূত্র: আরভিএ

image

আপনার মতামত দিন