রাজশাহীর বনপাড়াতে ফাদার ও সিস্টারদের পাষ্কা পুনর্মিলনী

প্রকাশ: রবিবার, ১৫ জুন, ২০২৫
https://techvoice24.com/assets/images/logoIcon/logo.png টেকভয়েস২৪  ডেস্ক
https://techvoice24.com/assets/images/logoIcon/logo.png
  ছবি: সংগৃহীত

রাজশাহী ধর্মপ্রদেশীয় যাজকীয় ও ব্রতধারী/ব্রতধারিনীদের জন্য কমিশনের উদ্যোগে ১৪ জুন দক্ষিণ ভিকারিয়া বনপাড়াতে অনুষ্ঠিত হলো ফাদার ও সিস্টারদের পাস্কা পুনর্মিলনী।

এই পাস্কা পুনর্মিলনী অনুষ্ঠানের মূলসুর ছিল, “এম্মাউসের পথে যীশুর সাথে যাত্রা”। এতে দক্ষিণ ভিকারিয়া বিভিন্ন ধর্মপল্লী ও প্রতিষ্ঠানে সেবারত ফাদার ও সিস্টার মিলে প্রায় ২৯জন অংশগ্রহণ করেন।

পবিত্র আরাধনার মাধ্যমে সেমিনার শুরু হয়। শুরুতে উক্ত কমিশনের আহ্বায়ক ফাদার মাইকেল কোড়াইয়া শুভেচ্ছা বক্তব্য দেন।

এরপরে মূলসুরের উপর সহভাহিগতা করেন ফাদার যোহন মিন্টু রায়। তিনি তাঁর সহভাগিতায় তুলে ধরেন এম্মাউসের পথে দুইজন প্রেরিত শিষ্যের যীশুকে অভিজ্ঞতা লাভ ও অন্তরের আনন্দ অনুভব করা আর সঙ্গে সঙ্গে সেই আনন্দ সকলের নিকট বয়ে নিয়ে যাওয়া।  

সবাই নিবেদিত জীবনে দায়িত্বপূর্ণভাবে পুনরুত্থিত খ্রিষ্টের আনন্দ ও শান্তির বাণী অন্যের নিকট বয়ে নিয়ে যাওয়া। যীশুকে প্রকৃতভাবে চিনতে হলে তাঁকে গভীরভাবে জানতে হবে, সময় দিতে হবে, তাঁর সাথে হাঁটতে হবে ঠিক এম্মাউসের দুইজন শিষ্যের মতো।

এরপরে উন্মুক্ত সহভাগিতায় উপস্থিত ফাদার ও সিস্টারগণ তাদের পালকীয় সেবা প্রদান করতে গিয়ে জীবনের আলোকিত অভিজ্ঞতা-ঘটনা সহভাগিতা করেন যা পরষ্পরের জীবনকে আলোকিত করেছে এবং সুন্দর পালকীয় সেবা প্রদানের উৎসাহ ও প্রেরণা দান করে।

পরিশেষে কমিশনের আহ্বায়ক সবাইকে ধন্যবাদ প্রদানের মধ্য দিয়ে পাস্কা পুনর্মিলনী অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন। সূত্র: আরভিএ

image

আপনার মতামত দিন