রাজশাহীর বোর্ণী ধর্মপল্লীতে বিসিএসএম ও ওয়াইসিএস মিলনমেলা অনুষ্ঠিত

প্রকাশ: মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫
https://techvoice24.com/assets/images/logoIcon/logo.png টেকভয়েস২৪  ডেস্ক
https://techvoice24.com/assets/images/logoIcon/logo.png
  ছবি: সংগৃহীত

রাজশাহী ধর্মপ্রদেশের অন্তর্গত বোর্ণী ধর্মপল্লীতে ছাত্র-ছাত্রীদের নিয়ে অনুষ্ঠিত হলো বিসিএসএম এবং ওয়াইসিএস’র মিলনমেলা। ২৭ জুলাই বোর্ণী ধর্মপল্লীতে এই মিলনমেলা অনুষ্ঠিত হয়।

মিলনমেলার উদ্বোধন করেন ধর্মপল্লীর পাল পুরোহিত ফাদার আন্তনী হাঁসদা। এ সময় উপস্থিত ছিলেন ফাদার যোহন মিন্টু রায়, ফাদার সুরেশ পিউরিফিকেশন, ডিকন মাইকেল হেম্ব্রম এবং ক্যান্টন রোজারিওসহ প্রায় ৫৫জন বিসিএসএম এবং ওয়াইসিএস সদস্যবৃন্দ।

 ফাদার আন্তনী হাঁসদা বলেন, “আমরা তোমাদের পাশে রয়েছি। তোমরা যুবারা সৎ পথে সামনের দিকে এগিয়ে যাও। ছোট ছোট উদ্যোগ গ্রহণের মাধ্যমে তোমরা বড় কিছু করতে পারবে।”

ফাদার সুরেশ পিউরিফিকেশন তার শুভেচ্ছা বক্তব্যে বলেন, “তোমরা ছোট ছোট উদ্যোগের মধ্য দিয়ে অনুপ্রাণিত হবে। তোমরা ভালো কাজের দিকে এগিয়ে যাও। আমরা তোমাদের পাশে আছি।”

ফাদার যোহন মিন্টু রায় বলেন, “তোমরা খুবই ভালো কাজ করছো। সকলে এই রকমভাবে একত্রিত থেকে সামনের দিকে এগিয়ে যাও।”

ক্যান্টন রোজারিও বলেন, “তোমাদের উদ্যোগগুলো ছোট হলেও সুন্দর। আর ভালো কাজ করতে গেলে নানা ধরণের বাঁধা-বিপত্তি আসাটাই স্বাভাবিক। তবে ভয়ে পিছিয়ে গেলে হবে না। বরং নতুন উদ্যোমে এগিয়ে সামনের দিকে এগিয়ে যেতে হবে”। 

image

আপনার মতামত দিন