সাধু যোসেফ ক্যাথলিক গির্জায় গ্র্যান্ডপেরেন্টস ডে পালন

প্রকাশ: মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫
https://techvoice24.com/assets/images/logoIcon/logo.png টেকভয়েস২৪  ডেস্ক
https://techvoice24.com/assets/images/logoIcon/logo.png
  ছবি: সংগৃহীত

সাধু  যোসেফ ক্যাথলিক গির্জায় গ্র্যান্ডপেরেন্টস ডে পালন করা হয়। পবিত্র খ্রিষ্টযাগ উৎসর্গ করেন  ফাদার চার্লস মন্টু কাঞ্জি। সহযোগিতা করেন সাজনাবেড়িয়া ধর্মপল্লীর পালপুরোহিত দুর্লভ বর। 

উপদেশে  ফাদার বলেন, “প্রবীণরা আমাদের পরিবারের শিকড়। তাঁদের জীবনের মূল্যবোধ ও স্মৃতি নতুন প্রজন্মের জন্য পথপ্রদর্শক। প্রবীণদের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা জানানো শুধু এক দিনের অনুষ্ঠান নয়, বরং এটি আমাদের সকলের নৈতিক দায়িত্ব।’’

মহিলা কমিশনের নেতৃত্বে উপসনা সংগীত পরিচালনা করা হয় এবং প্রবীণদের উদ্দেশ্যে বিশেষ প্রার্থনা করা হয়।

খ্রিস্টাযাগের পর অনুষ্ঠানে মহিলা কমিশনের সদস্যারা সকল প্রবীণ সদস্যের হাতে পুষ্পস্তবক, চন্দনের টিকা ও ছোট্ট উপহার দিয়ে বরণ করেন।    
 

image

আপনার মতামত দিন