শ্রীমঙ্গলের সেন্ট যোসেফ গির্জায় মহানন্দে পালিত হলো ইস্টার সানডে

প্রকাশ: সোমবার, ২১ এপ্রিল, ২০২৫
https://techvoice24.com/assets/images/logoIcon/logo.png টেকভয়েস২৪  ডেস্ক
https://techvoice24.com/assets/images/logoIcon/logo.png
  ছবি: সংগৃহীত
গভীর উৎসাহ ও উদ্দীপনা নিয়ে এবং ধর্মীয় ভাবগাম্ভীর্যের সাথে খ্রিস্টান ধর্মাম্বলীরা পালন করলো তাদের মহান ধর্মীয় উৎসব ইস্টার সানডে।

রবিবার (২০এপ্রিল) সকালে মৌলভী বাজারস্থ শ্রীমঙ্গল সদর উপজেলা অধীনে সেন্ট যোসেফ গির্জায় এই উৎসবটি পালন করা হয়। সেন্ট জোসেফ গির্জার সহকারী যাজক ফাদার গৌরব জি পাথাং, সিএসসির নেতৃত্বে এক ঝাঁক তরুণ-তরুণী গানের দল সমবেত কন্ঠে পরিবেশন করেন গান ও শোভাযাত্রা। তারই মধ্যদিয়ে আরম্ভ হলো ইস্টার সানডের মূল ধর্মীয় অনুষ্ঠান পবিত্র খ্রিস্টযাগ।

 খ্রিস্টযাগ উৎসর্গ করেন সিলেট ধর্মপ্রদেশের বিশপ শরৎ ফ্রান্সিস গমেজ। তাকে সহযোগীতা করেন শ্রীমঙ্গল সেন্ট জোসেফ  ক্যাথলিক চার্চ এর পালপুরোহিত  জেমস শ্যামল গমেজ, সিএসসি, মৌলভীবাজার গিয়াসনগর মাইনর সেমিনারী রেক্টর ফাদার ফ্রান্সিসকো রিজ্জো, শ্রীমঙ্গলের  নটরডেম স্কুল এন্ড কলেজের প্রিন্সিপাল ফাদার প্রশান্ত  সিএসসি, নটরডেম স্কুল এন্ড কলেজের ছাত্রপরিচালক ফাদার বিকাশ কুজুর, সিএসসি, হবিগঞ্জ  শায়েস্তাগঞ্জ সাব-প্যারিসের পাল পুরোহিত কল্লোল রোজারিও, ঢাকা থেকে আগত ফাদার রবার্ট নকরেক সিএসসি। এছাড়াও উপস্থিত ছিলেন ব্রাদার, সিস্টারসহ প্রায় তিন হাজার  অধিক ধর্মীয় বিশ্বাসী খ্রিস্টভক্ত।

সেন্ট যোসেফ গির্জা’র পালপুরোহিত জেমস শ্যামল গমেজ,  সিএসসি বলেন, দীর্ঘ চল্লিশ দিন উপবাস, ত্যাগস্বীকার, দয়া দানের মধ্যদিয়ে খ্রীষ্টভক্তরা তপস্যাকাল পালন করে আজ ইস্টার সানডে পর্ব উদযাপন করেছেন। পুনরুত্থিত খ্রিস্টের কৃপায় সুন্দর ভাবে  আমরা এই স্থানে (সেন্ট যোসেফ গির্জায়) ইস্টার সানডে পর্ব পালন করতে পেরে মহান ঈশ্বরকে অসংখ্য ধন্যবাদ জানাই ।

খ্রিস্টান ভাই-বোনদের বিশ্বাস অনুসারে, এই দিনে খ্রিস্টধর্মের প্রবর্তক যিশুখ্রিস্ট মৃত্যু থেকে পুনরুত্থান করেছেন। ইস্টার তথা যিশুর পুনরুত্থান খ্রিস্টধর্মের একটি প্রধান ধর্মীয় অনুষ্ঠান। গুড ফ্রাইডে বা পুণ্য শুক্রবারে বিপথগামী ইহুদিরা যিশুখ্রিস্টকে ক্রুশবিদ্ধ করে হত্যা করেছিলেন।এবং তাকে সমাধি দেওয়ার পরে তৃতীয় দিনে অর্থাৎ রবিবার ভোরে তিনি পুনরুত্থান করেছেন।

 
image

আপনার মতামত দিন