সাধু ভিনসেন্ট ডি’পলের পর্ব পালন

প্রকাশ: শনিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৪
Image টেকভয়েস২৪  ডেস্ক
news-banner
  ছবি: সংগৃহীত
পবিত্র খ্রিস্টযাগ ও সারাদিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে ২৭ সেপ্টেম্বর রাজশাহী ধর্মপ্রদেশের মথুরাপুর ধর্মপল্লীর এসভিপি সোসাইটি/আন্দোলনের সদস্য-সদস্যাগণ তাদের প্রতিপালক সাধু ভিনসেন্ট ডি’পলের পর্বদিবস পালন করেন।

দিনের শুরুতেই পবিত্র খ্রিস্টযাগ উৎসর্গ করেন পাল-পুরোহিত ফাদার শিশির নাতালে গ্রেগরী। খ্রিস্টযাগের উপদেশে তিনি বলেন, “সাধু ভিনসেন্ট ডি’পল আর্তমানবতার সেবায় তাঁর জীবন উৎসর্গ করেছিলেন। তিনি সকল ভিনসেন্সসিয়ানের জন্য এক আদর্শ ব্যক্তিত্ব। তাঁর আদর্শে মানব সেবায় নিজের জীবন উৎসর্গ করে আমরা প্রত্যেকেই আদর্শ খ্রিস্টানুসারী হতে পারি।”

পবিত্র খ্রিস্টযাগের পর পারস্পরিক শুভেচ্ছা বিনিময়, রোগী বাড়িতে রোগীদের সাথে সাক্ষাৎ, প্রার্থনা ও উপহার প্রদান এবং দুপুরে বিশেষ প্রর্থনানুষ্ঠান, সোসাইটির কার্যকরী পরিষদের নির্বাচন (মনোনয়নের মাধ্যমে), সাংস্কৃতিক অনুষ্ঠান, ভবিষ্যৎ পরিকল্পনা গ্রহণ ও মধ্যাহ্ন ভোজের মাধ্যমে দিবসের কার্যক্রম শেষ করা হয়।

রিপোর্টার: ফাদার উত্তম রোজারিও
image

আপনার মতামত দিন