শারীরিক সম্পর্ক না করলে পরীক্ষায় ফেল করাতেন তিনি

প্রকাশ: শুক্রবার, ২৯ জুন, ২০১৮
https://techvoice24.com/assets/images/logoIcon/logo.png টেকভয়েস২৪  ডেস্ক
https://techvoice24.com/assets/images/logoIcon/logo.png
  ছবি: সংগৃহীত
ইওকাসতা ৪০ বছরের বেশি বয়স্ক একজন স্কুল শিক্ষিকা। কলম্বিয়ার মেডেলিনের একটি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকতা করতেন তিনি। বয়স্ক এই শিক্ষিার বিরুদ্ধে ওঠে ছাত্রদের সাথে অনৈতিক সম্পর্কের গুরুতর অভিযোগ। অভিযোগে বলা হয়, তার সাথে শারীরিক সম্পর্ক না করলে পরীক্ষায় ফেল আর সম্পর্ক করলেই পাস করাতেন।

সম্প্রতি এ ঘটনায় ওই শিক্ষিকাকে যৌন হয়রানির অভিযোগে ৪০ বছরের কারাদণ্ড দিয়েছে দেশটির আদালত।

যুক্তরাজ্যভিত্তিক আন্তর্জাতিক সংবাদ সংস্থা দি ডেইলি মেইলের প্রকাশিত এক প্রতিবেদনে এ কথা বলা হয়। শুধু পাস করানোর জন্যই নয়, ভালো ফলাফলের লোভ দেখিয়েও ছাত্রদের বাড়িতে ডেকে নিতেন ওই শিক্ষিকা। এমনকি তাতে রাজি না হলে ফেল করিয়ে দেয়ার ভয়ও দেখাতেন তিনি।

দীর্ঘদিন ধরে এ ধরণের কাজ চালিয়ে গেলেও ঘটনাটি প্রথম ধরা পড়ে এক ছাত্রের মাধ্যমে। শিক্ষিকা ছাত্রদের যেসব ছবি পাঠাতেন তা অবশ্য বর্ণনার যোগ্য নয়।

শিক্ষিকা ইওকাসতার এ ঘটনা প্রকাশ হয়ে গেলে তার স্বামী তাকে ডিভোর্স দিয়ে দিয়েছেন।

আপনার মতামত দিন