আবারও রাসেল-শামীমার ৩ বছরের সশ্রম কারাদণ্ড

প্রকাশ: রবিবার, ১৩ এপ্রিল, ২০২৫
https://techvoice24.com/assets/images/logoIcon/logo.png টেকভয়েস২৪ রিপোর্ট
https://techvoice24.com/assets/images/logoIcon/logo.png
  ছবি: সংগৃহীত
 আরও এক মামলায় ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাসেল ও তার স্ত্রী প্রতিষ্ঠানটির চেয়ারম্যান শামীমা নাসরিনকে তিন বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাদের প্রত্যেককে পাঁচ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।

রবিবার (১৩ এপ্রিল) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এম. মিসবাহ উর রহমানের আদালত এ রায় ঘোষণা করেন। আসামিরা পলাতক থাকায় তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে।

মামলা সূত্রে জানা গেছে, ইভ্যালির মাধ্যমে প্রতারণার শিকার হয়ে অর্থনৈতিক ক্ষতির মুখে পড়েন মামলার বাদী মো. রাজিব।  তিনি ইভ্যালি থেকে পণ্য অর্ডার বাবদ ১২ লাখ ৩৭ হাজার ৫০০ টাকা পরিশোধ করেন।  তবে তিনি এ বাবদ কোনো পণ্য বুঝে পাননি।  এজন্য আত্মসাতের অভিযোগে মামলা করেন।  মামলার প্রমাণাদি ও সাক্ষ্য-প্রমাণ পর্যালোচনা শেষে বিচারক এ দণ্ডাদেশ দেন।

গত ২৯ জানুয়ারি মোহাম্মদ রাসেল ও শামীমা নাসরিনকে প্রতারণার আরেক মামলায় দুই বছর করে কারাদণ্ড দেওয়া হয়।  পরে গত ৬ এপ্রিল আরেক মামলায় তাদের তিন বছরের সাজা দেন আদালত।

আপনার মতামত দিন