বিকাশে রেমিটেন্স প্রবাহে প্রবৃদ্ধি ৬৫ শতাংশ

প্রকাশ: শুক্রবার, ০৩ জানুয়ারি, ২০২৫
https://techvoice24.com/assets/images/logoIcon/logo.png টেকভয়েস২৪ রিপোর্ট
https://techvoice24.com/assets/images/logoIcon/logo.png
  ছবি: সংগৃহীত
বিগত ২০২৩ এর তুলনায় সদ্য বিদায়ী ২০২৪ সালে বিকাশ-এ ৬৫% বেশি রেমিটেন্স পাঠিয়েছেন প্রবাসীরা। তারা ৪০ লাখেরও বেশি বিকাশ অ্যাকাউন্টের মাধ্যমে দেশে থাকা প্রিয়জনদের কাছে রেমিটেন্স পাঠিয়েছেন।

বৃহস্পতিবার বিকাল এর পক্ষ থেকে জানানো হয়েছে, বর্তমানে, বিশ্বের ১৪০টিরও বেশি দেশ থেকে ১১০টি আন্তর্জাতিক মানি ট্রান্সফার অপারেটর (এমটিও) এর মাধ্যমে দেশের ২৫টি শীর্ষ বাণিজ্যিক ব্যাংকে সেটেলমেন্ট হয়ে নিমেষেই রেমিটেন্স পৌঁছে যাচ্ছে দেশে থাকা প্রিয়জনের বিকাশ অ্যাকাউন্টে।

এদিকে সহজ, তাৎক্ষণিক ও নিরাপদে রেমিটেন্স পাঠানোর সুবিধার পাশাপাশি বিকাশ-এ এখন রেমিটেন্সের টাকা ক্যাশ আউট করার খরচও কমেছে। দেশজুড়ে ১৯টি শীর্ষ বাণিজ্যিক ব্যাংকের প্রায় ২,৫০০ এটিএম বুথ থেকে বিকাশ অ্যাপ দিয়ে বা *২৪৭# ডায়াল করে হাজারে মাত্র ৭টাকা চার্জে ক্যাশ আউট করতে পারছেন প্রবাসীর স্বজনরা। এছাড়াও, বৈধপথে রেমিটেন্স পাঠাতে প্রবাসীদের সচেতন ও উদ্বুদ্ধ করতে নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে প্রায়শই বিভিন্ন ধরনের আকর্ষণীয় অফার নিয়ে আসছে বিকাশ।
image

আপনার মতামত দিন