চট্টগ্রামের খুলশী এলাকায় ১৯ বছর ধরে খুচরা ব্যবসায় সক্রিয় জনপ্রিয় গ্রোসারি শপ ‘খুলশী মার্ট’ এখন থেকে অনলাইনেও মিলবে ফুডপ্যান্ডা অ্যাপে। নতুন এই সংযুক্তির মাধ্যমে খুলশী মার্ট তাদের এক্সক্লুসিভ অফার ও পণ্যসামগ্রী সহজেই স্থানীয়দের দোরগোড়ায় পৌঁছে দিতে পারবে।
সেবাটি চালু করতে খুলশী মার্টের চট্টগ্রাম কার্যালয়ে উভয় প্রতিষ্ঠানের মধ্যে একটি সমঝোতা চুক্তি হয়েছে।
মঙ্গলবার (১৯ আগস্ট) ফুডপ্যান্ডার পক্ষ থেকে জানানো হয়েছে, চুক্তি অনুষ্ঠানে তাদের হেড অব শপস আবু সালেহ দিদার; কি অ্যাকাউন্ট ম্যানেজমেন্টের স্পেশালিস্ট ফাইজা শাহীদ তাবাসসুম; এবং সেলস অ্যাসোসিয়েট সৈয়দ আবদুল্লাহ আল বাকী উপস্থিত ছিলেন।
অপরদিকে খুলশী মার্টের পক্ষ থেকে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির জেনারেল ম্যানেজার মোহাম্মদ শাখের হোসাইন; প্রোকিওরমেন্ট ম্যানেজার আব্দুল্লা ইসলাম; ফাইন্যান্স বিভাগের অ্যাকাউন্টস অফিসার মো. আশরাফ এবং মার্কেটিংয়ের সিনিয়র অফিসার মো. মোস্তাফিজুর রহমান।