টেন মিনিট স্কুলের শিক্ষার্থীদের জন্য সুখবর

প্রকাশ: মঙ্গলবার, ১৯ অগাস্ট, ২০২৫
https://techvoice24.com/assets/images/logoIcon/logo.png টেকভয়েস২৪ রিপোর্ট
https://techvoice24.com/assets/images/logoIcon/logo.png
  ছবি: সংগৃহীত

বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য আন্তর্জাতিক মানের ইংরেজি ভাষা মূল্যায়ন সহজলভ্য করতে চুক্তিবদ্ধ হয়েছে ব্রিটিশ কাউন্সিল ও টেন মিনিট স্কুল। মঙ্গলবার (১৯ আগস্ট) এই চুক্তি স্বাক্ষরিত হয়।

 এই চুক্তির ফলে টেন মিনিট স্কুলের শিক্ষার্থীরা এখন ব্রিটিশ কাউন্সিলের স্বীকৃত প্রাইমারি ও সেকেন্ডারি ইংলিশ টেস্টে অংশ নিতে পারবেন।

চুক্তি অনুষ্ঠানে ব্রিটিশ কাউন্সিলের পক্ষ থেকে উপস্থিত ছিলেন কান্ট্রি এক্সামস ডিরেক্টর বাংলাদেশ ম্যাক্সিম রেইম্যান, হেড অব বিজনেস ডেভেলপমেন্ট তাহনী ইয়াসমিন; ইংলিশ অ্যান্ড এক্সামসের অ্যাকাউন্ট ম্যানেজার তাবাসসুম চৌধুরী; এবং টেকনিকাল সাপোর্ট অফিসার, রউনাক জাহান নাবিলা।           

অন্যদিকে, টেন মিনিট স্কুলের পক্ষ থেকে উপস্থিত ছিলেন প্রধান নির্বাহী আয়মান সাদিক, প্রোগ্রাম ও পার্টনারশিপ লিড শামস আসিফ চৌধুরী, প্রোগ্রাম ম্যানেজার মোহাম্মদ রিসান এবং বিজনেস ও অপারেশনস লিড অভিপ্সু দাশ গুপ্ত। 

চুক্তি নিয়ে টেন মিনিট স্কুলের প্রোগ্রাম ও পার্টনারশিপ লিড শামস আসিফ চৌধুরী বলেন, “ব্রিটিশ কাউন্সিলের সাথে আমাদের অংশীদারিত্ব শিক্ষার শিক্ষাগত অর্জনকে আরও স্বচ্ছ ও অর্থবহ করবে। প্রাইমারি ইংলিশ টেস্ট ও সেকেন্ডারি ইংলিশ টেস্ট চালুর মাধ্যমে আমরা শিক্ষার্থীদের সত্যিকার সম্ভাবনাকে তুলে ধরতে সহায়তা করছি এবং অভিভাবকদের কাছে সন্তানের অগ্রগতি নিয়ে স্পষ্ট ধারণা দিচ্ছি।”

ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশের এক্সামস ডিরেক্টর ম্যাক্সিম রেইম্যান বলেন, “বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য ইংরেজি ভাষা মূল্যায়নের সুযোগ প্রসারিত করার ক্ষেত্রে এই অংশীদারিত্ব এক গুরুত্বপূর্ণ মাইলফলক। টেন মিনিট স্কুলের সাথে কাজ করার মাধ্যমে আমরা শহর ও গ্রামের আরও বেশি সংখ্যক শিক্ষার্থীর কাছে পৌঁছাতে পারব। আমাদের আন্তর্জাতিকভাবে স্বীকৃত পরীক্ষাগুলো শিক্ষার্থীদের ব্যবহারিক ভাষা দক্ষতা উন্নত করতে সহায়তা করবে, যেন তারা আত্মবিশ্বাসের সাথে অ্যাকাডেমিক ও পেশাগত সাফল্যের পথে এগিয়ে যেতে পারে।”

image

আপনার মতামত দিন