উৎসবের আনন্দে বিকাশ পেমেন্টে বিশেষ সুবিধা ক্যাশব্যাক ও ডিসকাউন্ট অফার

প্রকাশ: বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪
https://techvoice24.com/assets/images/logoIcon/logo.png নিজস্ব প্রতিবেদক
https://techvoice24.com/assets/images/logoIcon/logo.png
  ছবি: সংগৃহীত
বছরের শেষে বিকাশ পেমেন্টে ক্যাশব্যাক ও ডিসকাউন্ট অফার ঘোষণা করা হয়েছে বুধবার। আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত চলা ‘অ্যামেজিং ডিলস্‌’অফারে নির্দিষ্ট আউটলেট থেকে জামা, জুতা, সেলুন ও অ্যাক্সেসরিজ, ইলেকট্রনিক্স ও মোবাইল কেনাকাটায় এবং রেস্টুরেন্টে অর্ডারে ন্যূনতম ৫০০ টাকা বিকাশ পেমেন্টে গ্রাহকরা নগদ ছাড় দেয়া হচ্ছে।

আউটলেট অনুযায়ী ‘D10’ বা ‘D5’ কুপন কোড ব্যবহার করে ১০% বা ৫% পর্যন্ত সর্বোচ্চ ৩০০ টাকা ডিসকাউন্ট পাওয়া যাচ্ছে।

তবে ১৫০ টাকা পর্যন্ত দিনে ১ বার এবং অফার চলাকালীন সর্বোচ্চ ২ বার ডিসকাউন্ট দেয়া হচ্ছে। নির্দিষ্ট কফি শপে আড্ডায় অথবা সুইটস ও বেকারি শপে যেকোনো অর্ডারে বিকাশ পেমেন্ট করার সময় কুপন কোড ‘A10’ যোগ করলেই চলাকালীন সর্বোচ্চ ১ বার গ্রাহকরা সর্বোচ্চ ৫০ টাকা হিসেবে পাচ্ছেন ১০% পর্যন্ত ডিসকাউন্ট।

পাশাপাশি, নির্দিষ্ট কিছু শপে পছন্দের জামা ও জুতা কেনাকাটায় এবং রেস্টুরেন্টে খাবার অর্ডারে ন্যূনতম ১,০০০ টাকা বিকাশ পেমেন্ট করার সময় কুপন কোড ‘A5’ যোগ করলেই গ্রাহকরা পাচ্ছেন ৫% পর্যন্ত ডিসকাউন্ট, সর্বোচ্চ ১০০ টাকা। ৫০ টাকা পর্যন্ত দিনে ১ বার এবং অফার চলাকালীন সর্বোচ্চ ২ বার ডিসকাউন্টটি উপভোগ করতে পারবেন গ্রাহকরা।

সুপরিচিত ব্র্যান্ড থেকে শুরু করে বিভিন্ন অনলাইন ও অফলাইন শপে পোশাক, জুতা, গ্রোসারি, ইলেকট্রনিক ডিভাইস ও অ্যাক্সেসরিজ কেনাকাটায়, কফি শপে আড্ডায় বা সুইটস, বেকারি শপ ও রেস্টুরেন্টে অর্ডারে, এমনকি সেলুন ও বিউটি পার্লারে সাজ-সজ্জায়ও বিকাশ পেমেন্টে গ্রাহকরা এই ডিসকাউন্ট ও ক্যাশব্যাক অফারগুলো উপভোগ করতে পারছেন।

আপনার মতামত দিন