১১ অক্টোবর নতুন ফোল্ডেবল স্মার্টফোন নিয়ে আসছে স্যামসাং

প্রকাশ: রবিবার, ০৫ অক্টোবর, ২০২৫
https://techvoice24.com/assets/images/logoIcon/logo.png নিজস্ব প্রতিবেদক
https://techvoice24.com/assets/images/logoIcon/logo.png
  ছবি: সংগৃহীত

চীনের বাজারের জন্য বিশেষভাবে তৈরি ফোল্ডেবল স্মার্টফোন স্যামসাং ডব্লিউ২৬-এর টিজার ক্যাম্পেইন শুরু করেছে দক্ষিণ কোরিয়ান প্রযুক্তি প্রতিষ্ঠান স্যামসাং। 

প্রতিষ্ঠানটি জানিয়েছে, আগামী ১১ অক্টোবর ফোনটি আনুষ্ঠানিকভাবে উন্মোচন করা হবে।

ডব্লিউ২৬ মূলত স্যামসাংয়ের গ্যালাক্সি জেড ফোল্ড ৭ মডেলের একটি বিশেষ সংস্করণ। এটি শুধুমাত্র চীনের বাজারে ছাড়া হবে।

টিজারে ফোনটির পূর্ণ নকশা দেখা না গেলেও রঙ ও কিছু ডিজাইন নিয়ে ইঙ্গিত দিয়েছে স্যামসাং। ফোনটি লাল ও কালো রঙে পাওয়া যাবে, যা আগের ডব্লিউ সিরিজের ডিজাইনের ধারাবাহিকতা। এছাড়া ছবিতে দেখা গেছে, ফোনটির ফ্রেম সোনালি রঙের, যা ডিভাইসটিকে দিয়েছে একটি প্রিমিয়াম লুক।

চীনে স্যামসাংয়ের চ্যালেঞ্জ
বিশ্বজুড়ে ফোল্ডেবল ফোনের বাজারে স্যামসাং সফল হলেও চীনা বাজারে প্রতিষ্ঠানটির অবস্থান তুলনামূলকভাবে দুর্বল। হুয়াওয়ে, ভিভো, অনার ও শাওমির মতো দেশীয় ব্র্যান্ডগুলো চীনের ফোল্ডেবল সেগমেন্টে এখনো বাজারে প্রাধান্য বিস্তার করে রেখেছে।

চীনের বাজারে নিজেদের অবস্থান দৃঢ় করতে স্যামসাং নিয়মিতভাবে ডব্লিউ সিরিজের মতো এক্সক্লুসিভ মডেল আনছে। তবে নতুন ডব্লিউ২৬ ফোনটি দিয়ে প্রতিষ্ঠানটি কতটা সফল হবে, তা জানার জন্য অপেক্ষা করতে হবে আনুষ্ঠানিক উন্মোচনের পর। সূত্র: জিএসএম এরিনা।

image

আপনার মতামত দিন