চীনের বাজারের জন্য চালু হলো শাওমি ১৫ সিরিজ। এই সিরিজের অধীনে শাওমি ১৫ এবং শাওমি ১৫ প্রো স্মার্টফোন রয়েছে। শাওমির নতুন দুটি ফোনেই কোয়ালকম-এর নতুন ফ্ল্যাগশিপ চিপসেট স্ন্যাপড্রাগন ৮ এলিট ব্যবহার করা হয়েছে। এই চিপসেটের সঙ্গে আসা বিশ্বের প্রথম স্মার্টফোনের সিরিজ এটি।
শাওমির নতুন সিরিজটি গত বছরে বাজারে আসা শাওমি ১৪ ডুও এর উত্তরসূরি। এতে আপগ্রেডেড ক্যামেরা ও বড় ব্যাটারি ব্যবহার করা হয়েছে।
শাওমি ১৫ এর দাম ও রং
শাওমির ১৫ এর ১২ জিবি র্যাম ও ২৫৬ জিবি ইন্টারনাল স্টোরেজ সংস্করণের দাম ৪ হাজার ৪৯৯ চীনা ইউয়ান বা প্রায় ৭৫ হাজার ৩৬৮ টাকা।
শাওমির ১৫ এর ১২ জিবি র্যাম ও ৫১২ জিবি ইন্টারনাল স্টোরেজ সংস্করণের দাম ৪ হাজার ৭৯৯ চীনা ইউয়ান বা প্রায় ৮০ হাজার ৩৯৪ টাকা।
শাওমির ১৫ এর ১৬ জিবি র্যাম ও ৫১২ জিবি ইন্টারনাল স্টোরেজ সংস্করণের দাম ৪ হাজার ৯৯৯ চীনা ইউয়ান বা প্রায় ৮৩ হাজার ৭৪৪ টাকা।
শাওমির ১৫ এর ১৬ জিবি র্যাম ও ১ টিবি (টেরাবাইট) ইন্টারনাল স্টোরেজ সংস্করণের দাম ৫ হাজার ৪৯৯ চীনা ইউয়ান বা প্রায় ৯২ হাজার ১২০ টাকা।
শাওমি ১৫ ফোনটি আসাকুসা গ্রিন (সবুজ), ব্রাইট সিলভার (উজ্জ্বল রুপালী), ব্ল্যাক (কালো), লিলিয়াক এবং হোয়াইট (সাদা) রঙে পাওয়া যাবে।
শাওমি ১৫ প্রো এর দাম ও রং
শাওমি ১৫ প্রো এর ১২ জিবি র্যাম ও ২৫৬ জিবি ইন্টারনাল স্টোরেজ সংস্করণের দাম ৫ হাজার ২৯৯ চীনা ইউয়ান বা প্রায় ৮৮ হাজার ৭৭০ টাকা।
শাওমি ১৫ প্রো এর ১৬ জিবি র্যাম ও ৫১২ জিবি ইন্টারনাল স্টোরেজ সংস্করণের দাম ৫ হাজার ৭৯৯ চীনা ইউয়ান বা প্রায় ৯৭ হাজার ১৪৬ টাকা।
শাওমি ১৫ প্রো এর ১৬ জিবি র্যাম ও ১ টিবি (টেরাবাইট) ইন্টারনাল স্টোরেজ সংস্করণের দাম ৬ হাজার ৪৯৯ চীনা ইউয়ান বা প্রায় ১ লাখ ৮ হাজার ৮৬৫ টাকা।
ফোনটি ব্রাইট সিলভার (উজ্জ্বল রুপালী), রক অ্যাশ (ধূসর), স্প্রাউস গ্রিন (সবুজ) ও হোয়াইট (সাদা) রঙে পাওয়া যাবে।
শাওমি ১৫ স্পেসিফিকেশন
পেছনের ক্যামেরা: ত্রিপল ক্যামেরা-অপটিক্যালে ইমেজ স্ট্যাবিলাইজেশনসহ ৫০ মেগাপিক্সেল লাইট ফিউশন ৯০০ সেন্সর, ৫০ মেগাপিক্সেল টেলিফটো ক্যামেরা এবং ৫০ মেগাপিক্সেল আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল শুটার।
সেলফি ক্যামেরা: ৩২ মেগাপিক্সেল
নেটওয়ার্ক: ৫জি
ওয়াইফাই: ৭
আয়তন: ১৫২.৩ x ৭১.২ x ৮.০৮ এম এম
সিম: ডুয়েল সিম (ন্যানো)
ডিসপ্লে: ৬ দশমিক ৩৬ ইঞ্চি এলটিপিও ডিসপ্লে
ফিঙ্গারপ্রিন্ট সেন্সর: আছে
রিফ্রেশ রেট: ১২০ হার্টজ
টাচ স্যাম্পলিং রেট: ৩০০ হার্টজ
রেজল্যুশন: ১ দশমিক ৫ কে রেজল্যুশন (১২০০ x ২৬৭০ পিক্সেলস)
ব্রাইটনেস: ৩ হাজার ২০০ পিক ব্রাইটনেস
অপারেটিং সিস্টেম: অ্যান্ড্রয়েড ১৫ ভিত্তিক হাইপারওএস ২
চিপসেট: স্ন্যাপড্রাগন ৮ এলিট
র্যাম: এলপিডিডিআর ৫ এক্স র্যাম ১২ জিবি ও ১৬ জিবি
ইন্টারনাল স্টোরেজ: ২৫৬ জিবি, ৫১২ জিবি ও ১ টিবি
ব্লুটুথ: ৫.৪
ইউএসবি: ৩.২
ব্যাটারি: ৫ হাজার ৪০০ এমএএইচ
চার্জিং: ৯০ ওয়াট ওয়ারড চার্জিং ও ৫০ ওয়াট ওয়্যারলেস চার্জিং
শাওমি ১৫ প্রো স্পেসিফিকেশন
শাওমি ১৫ প্রো এর সিম, সফটওয়্যার, সেলফি ক্যামেরা ও চিপসেটের স্পেসিফিকেশন শাওমি ১৫ এর মতোই।
প্রো মডেলে ১২০ হার্টজ রিফ্রেশ রেটসহ ৬ দশমিক ৭৩ ইঞ্চির ডিসপ্লে রয়েছে। এর পেছনে তিনটি ক্যামেরা রয়েছে-প্রধান ক্যামেরা ৫০ মেগাপিক্সেল লাইট হান্টার ৯০০ সেন্সর, ৫০ মেগাপিক্সেল টেলিফটো ক্যামেরা ও ৫০ মেগাপিক্সেল আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা।
সেন্সর ও কানেকটিভিটির দিক থেকেও শাওমি ১৫ প্রো মডেলের স্পেসিফিকেশন শাওমি ১৫ মডেলের মতোই। তবে এতে শক্তিশালী ৬ হাজার ১০০ ওয়াটের ব্যাটারি ব্যবহার করা হয়েছে। ফোনটির আয়তন ১৬১.৩ x৭৫.৩ x ৮.৩৫ এম এম এবং এর ওজন ২১৩ গ্রাম। সূত্র: ৩৬০ গ্যাজেটস