বাজারে এলো ইনফিনিক্সের এআই ল্যাপটপ ইনবুক এয়ার প্রোা প্লাস

প্রকাশ: রবিবার, ২০ অক্টোবর, ২০২৪
Image টেকভয়েস২৪  ডেস্ক
news-banner
  ছবি: সংগৃহীত
মিড রেঞ্জ সেগমেন্টের নতুন স্লিম এবং হালকা ইনবুক ল্যাপটপ উন্মোচন করলো প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান ইনফিনিক্স। মডেল ইনবুক এয়ার প্রোা প্লাস। ভারতের বাজারে আনুষ্ঠানিকভাবে এই ল্যাপটপটি বাজারে ছাড়ার ঘোষণা দেওয়া হয়।

উন্মোচিত হওয়ার নতুন ইনফিনিক্স ইনবুক এয়ার প্রো প্লাস ল্যাপটপে রয়েছে ১৪-ইঞ্চি রিফ্রেশ রেটের ওলেড ডিসপ্লে। এতে ১৩ জেনারেশনের ইন্টেল কোর আইফাইভ প্রসেসর রয়েছে। রয়েছে এআই সুবিধাও।

ল্যাপটপটিতে রয়েছে ইন্টেল কোর আইফাইভ-১৩৩৪ইউ প্রসেসর। যার ১০টি কোর এবং ১২টি থ্রেড রয়েছে। গ্রাফিক্সের জন্য ইন্টেল আইরিশ এক্সই জিপিইউ রয়েছে। এতে রয়েছে ১৬ জিবি এলপিডিডিআর৪এক্স র‍্যাম ও ৫১২ জিবি এম.২ এনভিএমই এসএসডি স্টোরেজ।

ল্যাপটপটিতে দীর্ঘ সময় কাজ কারার পর ল্যাপটপ গরম না-হয় সেজন্য উন্নতমানের কুলিং সিস্টেমের ব্যবস্থা রয়েছে। এছাড়া রয়েছে ব্যাকলিট কীবোর্ড এবং একটি এজি গ্লাস টাচপ্যাড।

এছাড়াও, ইনবুক এয়ার প্রোা প্লাস ল্যাপটপটিতে দুইটি ইউএসবি-সি পোর্ট এবং দুইটি এইচডিএমআই পোর্ট রয়েছে। হেডসেট ব্যবহারের জন্য রয়েছে ইউনিভার্সাল ৩.৫ মিমি অডিও জ্যাকও। ল্যাপটপটি ইউএসবি-সি পোর্টের মাধ্যমে ৬৫ ওয়াটে দ্রুত চার্জিংয়ের সুবিধা রয়েছে। সূত্র: গিজমোচায়না ও গেজেট ২৬০
image

আপনার মতামত দিন