দেশের বাজারে উন্মোচিত হলো অপোর নতুন স্মার্টফোন

প্রকাশ: রবিবার, ১২ অক্টোবর, ২০২৫
https://techvoice24.com/assets/images/logoIcon/logo.png নিজস্ব প্রতিবেদক
https://techvoice24.com/assets/images/logoIcon/logo.png
  ছবি: সংগৃহীত

বাংলাদেশের স্মার্টফোনপ্রেমীদের জন্য নতুন সংযোজন নিয়ে এলো ওপো। দেশের জনপ্রিয় টিভি শো ব্যাচেলর পয়েন্ট-এর সঙ্গে বিশেষ অংশীদারিত্বে সম্প্রতি বাজারে এসেছে ব্র্যান্ডটির নতুন স্মার্টফোন ওপো এ৬ প্রো। 

ডিজাইন ও পারফরম্যান্সের দিক থেকে ডিভাইসটি মধ্যম বাজেটের বাজারে একটি শক্ত অবস্থান তৈরি করতে পারে বলে আশা করা হচ্ছে।

শক্তিশালী ব্যাটারি ও দ্রুত চার্জিং সুবিধা
ডিভাইসটিতে থাকছে ৭,০০০ মিলিঅ্যাম্পিয়ার ক্ষমতাসম্পন্ন ব্যাটারি, যা দীর্ঘ সময় ধরে ব্যবহার উপযোগী করে তুলবে ফোনটিকে। সঙ্গে রয়েছে ৮০ ওয়াট সুপারভুক ফাস্ট চার্জিং প্রযুক্তি, যার মাধ্যমে অল্প সময়েই ডিভাইসটি সম্পূর্ণ চার্জ করা সম্ভব। এছাড়াও রিভার্স চার্জিং ফিচার থাকায় এটি দিয়ে অন্য ডিভাইসও চার্জ দেওয়া যাবে।

এর সুপারকুল ভিসি সিস্টেম দীর্ঘক্ষণ গেম খেলা বা ভিডিও দেখার সময় ডিভাইসটিকে অতিরিক্ত গরম হওয়া থেকে রক্ষা করবে, যা ব্যবহারকারীর অভিজ্ঞতাকে আরও আরামদায়ক করে তুলবে।

 উজ্জ্বল ডিসপ্লে ও আধুনিক ফিচার
ওপো এ৬ প্রো-তে রয়েছে বেজেল-লেস আলট্রা ব্রাইট অ্যামোলেড ডিসপ্লে, যা উজ্জ্বল রঙ ও পরিষ্কার ভিজ্যুয়াল অভিজ্ঞতা নিশ্চিত করে। এর নতুন কালারওএস ১৫ অপারেটিং সিস্টেম ব্যবহারকারীদের জন্য আরও দ্রুত, স্মুথ ও সহজ ইন্টারফেস নিয়ে এসেছে।

ডিভাইসটিতে যুক্ত করা হয়েছে এআই ইমেজিং প্রযুক্তি, যা ছবি ও ভিডিওকে আরও স্পষ্ট ও প্রফেশনাল মানের করে তুলবে। পাশাপাশি এআই এডিটর ২.০ ও এআই লিংকবুস্ট ৩.০ ভ্রমণ, গেম খেলা ও বিনোদন অভিজ্ঞতাকে করবে আরও গতিশীল ও উপভোগ্য।

বাজারে সহজলভ্যতা
ওপো জানিয়েছে, ওপো এ৬ প্রো দেশের বিভিন্ন অনুমোদিত বিক্রয়কেন্দ্র ও অনলাইন প্ল্যাটফর্মে ইতিমধ্যে পাওয়া যাচ্ছে। ব্র্যান্ডটির লক্ষ্য-উন্নত প্রযুক্তি ও দীর্ঘস্থায়ী ব্যাটারির মাধ্যমে ব্যবহারকারীদের একটি নির্ভরযোগ্য স্মার্টফোন অভিজ্ঞতা দেওয়া।

image

আপনার মতামত দিন