ডিএক্স ঈদ ফেস্ট: ডিজিটাল স্পিনারের মাধ্যমে উপহার জেতার সুযোগ

প্রকাশ: বুধবার, ১৯ মার্চ, ২০২৫
https://techvoice24.com/assets/images/logoIcon/logo.png টেকভয়েস২৪ রিপোর্ট
https://techvoice24.com/assets/images/logoIcon/logo.png
  ছবি: সংগৃহীত
ডিএক্স গ্রুপ তাদের মেগা ঈদ ক্যাম্পেইন "ডিএক্স ঈদ ফেস্ট" ঘোষণা করেছে। ডিএক্স টেল, ডিএক্স নিউ এনার্জি শোরুম, ডিএক্সজি এবং ডিএক্স-এর গ্যাজেট কিনে পণ্য সারাদেশের গ্রাহকরা পাবেন এক্সক্লুসিভ উপহার। এর মধ্যে রয়েছে আইমা ব্রান্ডের ইলেকট্রিক বাইক, হুন্দাই এয়ার কন্ডিশনার, শাওমি টিভি এবং স্মার্ট ফোন, স্মার্টওয়াচ, টিডাব্লিউএস ও godxg.com-এর জন্য গিফট ভাউচার।

এই ক্যাম্পেইন উদ্ভাবনের এক নতুন যুগের সূচনা করেছে, যেখানে গ্রাহকরা একটি ডিজিটাল স্পিনার ঘুরিয়ে তাদের উপহার পাবেন। এই ইন্টারঅ্যাকটিভ অভিজ্ঞতা eidfest.godxg.com-এ উপভোগ করা যাবে। সম্পূর্ণ কাগজবিহীন এই ক্যাম্পেইন বছরের সর্ববৃহৎ বিক্রয় মৌসুমে গ্রাহকদের সাথে টেকসই যোগাযোগের একটি নতুন দিগন্ত হয়ে থাকবে।

এ সম্পর্কে ডিএক্স গ্রুপের প্রতিষ্ঠাতা এবং সিইও দেওয়ান কানন বলেন, প্রতি বছর ডিএক্স গ্রুপ সেরা পণ্য ও সেবার মাধ্যমে লাখ লাখ গ্রাহকের কাছে পৌঁছে থাকে। এ বছর আমরা গ্রাহকদের জন্য একটি চমৎকার অভিজ্ঞতা প্রদান করতে চাই। আমাদের টিম এই ঈদ উৎসবে উপহার ও অভিজ্ঞতার ক্যাম্পেইন নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ।

ক্যাম্পেইনটির আরও বিস্তারিত তথ্য পাওয়া যাবে ডিএক্স গ্রুপের সামাজিক যোগাযোগ মাধ্যম এবং eidfest.godxg.com-এ।

 

আপনার মতামত দিন