স্মার্টফোন বাজারে নতুন চমক নিয়ে এসেছে ভিভো। কোম্পানির জনপ্রিয় ভি-সিরিজের নতুন সদস্য Vivo V60e 5G ইতোমধ্যেই প্রযুক্তিপ্রেমীদের নজর কাড়ছে। ২০০ মেগাপিক্সেল ক্যামেরা, আকর্ষণীয় ডিজাইন এবং দ্রুত চার্জিং প্রযুক্তি-সব মিলিয়ে এটি একটি শক্তিশালী মিড-রেঞ্জ ডিভাইস হিসেবে বিবেচিত হচ্ছে।
দাম ও ভ্যারিয়েন্ট
V60e 5G-এর বেস মডেলে রয়েছে ৮ জিবি র্যাম ও ১২৮ জিবি স্টোরেজ, যার দাম ভারতে ২৯,৯৯৯ রুপি। পরের মডেলে ৮ জিবি র্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ পাওয়া যাবে, যার দাম ৩১,৯৯৯ রুপি। শীর্ষ ভ্যারিয়েন্টে রয়েছে ১২ জিবি র্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ, যার দাম ৩৩,৯৯৯ রুপি। ফোনটি দুটি আকর্ষণীয় রঙে পাওয়া যাবে-এলিট পার্পল এবং নোবেল গোল্ড। এটি ইতিমধ্যেই কোম্পানির অফিসিয়াল অনলাইন স্টোরে বিক্রি শুরু হয়েছে।
ডিসপ্লে ও ডিজাইন
ফোনটিতে ৬.৬৭ ইঞ্চি ফ্ল্যাট AMOLED ডিসপ্লে রয়েছে, যা ১২০ হার্টজ রিফ্রেশ রেট সমর্থন করে। প্রায় ১.৫কে রেজোলিউশনের ফলে ছবি ও ভিডিও অত্যন্ত স্পষ্ট ও উজ্জ্বল দেখা যায়। ফোনের ডিজাইন স্লিম ও প্রিমিয়াম, হাতে নিলে একেবারে হাই-এন্ড স্মার্টফোনের অনুভূতি দেয়। স্ক্রিনের ওপর হোল-পাঞ্চ কাটআউট রয়েছে, যেখানে ফ্রন্ট ক্যামেরা রাখা হয়েছে।
পারফরম্যান্স
ফোনটি শক্তিশালী পারফরম্যান্সের জন্য Snapdragon 7 Gen 4 চিপসেট ব্যবহার করছে। ১২ জিবি পর্যন্ত র্যাম ও ২৫৬ জিবি স্টোরেজের কারণে একাধিক অ্যাপ একসাথে চালাতে পারবে একটুও ল্যাগ ছাড়াই।
ক্যামেরা
ফোনটির প্রধান আকর্ষণ তার ZEISS ট্রিপল ক্যামেরা সেটআপ। এতে রয়েছে ২০০ মেগাপিক্সেল মেইন সেন্সর, ৮ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড লেন্স এবং ৫০ মেগাপিক্সেল পেরিস্কোপ টেলিফটো লেন্স, যা ৩ গুণ অপটিক্যাল জুম পর্যন্ত সমর্থন করে। উন্নত এআই ইমেজিং প্রযুক্তির মাধ্যমে কম আলোতেও পরিষ্কার ও বিস্তারিত ছবি তোলা সম্ভব। সামনের দিকে রয়েছে এআই অরা লাইট পোর্ট্রেট ফিচারসহ সেলফি ক্যামেরা, যা প্রতিটি ফ্রেমকে প্রফেশনাল লুক দেয়।
ব্যাটারি ও চার্জিং
ভিভো V60e 5G-তে রয়েছে ৬৫০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি, যা ৯০ ওয়াট দ্রুত চার্জিং সমর্থন করে। এর ফলে কয়েক মিনিট চার্জেই ঘণ্টার পর ঘণ্টা ব্যবহার সম্ভব।
নিরাপত্তা ও সংযোগ
ফোনটিতে IP68 এবং IP69 রেটিং রয়েছে, অর্থাৎ এটি জল ও ধুলো প্রতিরোধী। নিরাপত্তার জন্য ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আছে। এছাড়া ফোনে থাকবে ৫জি, NFC, ওয়াই-ফাই ও ব্লুটুথসহ সমস্ত আধুনিক সংযোগের সুবিধা।
স্মার্টফোন প্রেমীদের জন্য Vivo V60e 5G একটি চমকপ্রদ প্যাকেজ। শক্তিশালী পারফরম্যান্স, প্রিমিয়াম ডিজাইন, ২০০ মেগাপিক্সেল ক্যামেরা এবং ৯০ ওয়াট দ্রুত চার্জিং-সবকিছু একসাথে পাওয়া যাচ্ছে এই ফোনে। বলা যায়, এই ডিভাইসটি DSLR ক্যামেরাকেও হার মানাতে সক্ষম।