এক চার্জেই রিয়েলমি নোট ৬০এক্স স্মার্টফোনটি চলবে ৪৮ দিন

প্রকাশ: সোমবার, ১৩ জানুয়ারি, ২০২৫
https://techvoice24.com/assets/images/logoIcon/logo.png টেকভয়েস২৪  ডেস্ক
https://techvoice24.com/assets/images/logoIcon/logo.png
  ছবি: সংগৃহীত
১১ হাজার টাকা বাজেটের একটি স্মার্টফোন এসেছে দেশে। ফোনটি ৪৮ মাস চলবে স্মুথলি। একচার্জে ৪৮দিনেও নিভবে না প্রাণ বায়ু। এমন দাবি নিয়েই সোমবার থেকে নোট ৬০এক্স নামের ফোনটি দেশের বাজারে ছেড়েছে রিয়েলমি বাংলাদেশ।

রিয়েলমি কর্তৃপক্ষের দাবি, ফোনটির ড্রপ প্রোটেকশন ফিচারের বদৌলতের ৪৮ মাস নিরবচ্ছিন্নভাবে স্মার্টফোনটি ব্যবহার করতে পারবেন গ্রাহকরা। আর ৫ হাজার এমএএইচ শক্তিশালি ব্যাটারির বদৌলতের একবার পরিপূর্ণ চার্জেই স্মার্টফোনটি ৪৮ দিন ব্যবহার করা যাবে।

বলা হচ্ছে, রিয়েলমি নোট ৬০এক্স এর অনবদ্য ‘আর্মরশেল’ প্রোটেকশন ফিচারটিতে রয়েছে আট স্তরের নিরাপত্তা ব্যবস্থা। যারমধ্যে রয়েছে একটি টেকসই ডাই-কাস্ট অ্যালুমিনিয়াম কাঠামো এবং শক প্রতিরোধক সার্কিট বোর্ড। এছাড়াও রয়েছে অভ্যন্তরীণ সিলিং এবং ইঞ্জিনিয়ারিং অংশ; যা ফোনটিকে হঠাৎ পড়ে যাওয়া, পানি ও ধূলো-ময়লা থেকে সুরক্ষিত রাখবে। ফোনটির ৬ দশমিক ৭ ইঞ্চি পর্দায় সূর্যের উজ্জ্বল আলোতেও পুরোপুরি ঝকঝকে ও  প্রাণবন্ত ছবি দেখা যাবে।

পাশাপাশি ফোনটিতে থাকা আই কমফোর্ট মোড নীল আলো কমিয়ে নিয়ে আসার ফলে ডিসপ্লেটি চোখের জন্য তুলনামূলক আরামদায়ক হয়।

অক্টা-কোর প্রসেসর যুক্ত থাকায়  নোট ৬০ এক্স দিয়ে খুব দক্ষভাবে বিভিন্নরকম কাজ করা যায়। খুব হালকা ওজনের পাতলা এ ফোনটিতে রয়েছে ৪ জিবি + ৮ জিবি ডায়নামিক র‌্যাম এবং ৬৪ জিবি রম। বাজার মূল্য ১০ হাজার ৯৯৯ টাকা।
image

আপনার মতামত দিন