হুয়াওয়ে ওয়াচ ফিট ৪ সিরিজ, এক চার্জেই চলবে ১০ দিন 

প্রকাশ: রবিবার, ০৬ জুলাই, ২০২৫
https://techvoice24.com/assets/images/logoIcon/logo.png টেকভয়েস২৪  ডেস্ক
https://techvoice24.com/assets/images/logoIcon/logo.png
  ছবি: সংগৃহীত

স্মার্টওয়াচ এখন আর শুধু সময় দেখার যন্ত্র নয়-এটা হয়ে উঠেছে আপনার ব্যক্তিগত ফিটনেস ট্র্যাকার, স্বাস্থ্য সহচর এবং দৈনন্দিন জীবনের ডিজিটাল সহযোগী। কতটা হাঁটলেন, কত ক্যালোরি পুড়লো, হৃদস্পন্দন ঠিক আছে কি না, এমনকি ঘুম কতক্ষণ হলো-সবই বলে দিচ্ছে কাঁধে ঝুলে থাকা ছোট্ট একটি ডিভাইস।

এই স্মার্ট সুবিধাকে আরও এক ধাপ এগিয়ে নিতে বাজারে এসেছে হুয়াওয়ে ওয়াচ ফিট ৪ ও ওয়াচ ফিট ৪ প্রো। শক্তিশালী ব্যাটারি লাইফ আর উন্নত ফিচার-এই দুটি দিক থেকেই এটি স্মার্টওয়াচপ্রেমীদের নজর কেড়েছে।

১০ দিন ব্যাটারি ব্যাকআপ!
হুয়াওয়ের দাবি অনুযায়ী, একবার পুরো চার্জ দিলে এই স্মার্টওয়াচ চলবে প্রায় ১০ দিন! যারা ঘন ঘন চার্জ দেওয়া এড়িয়ে চলেন, তাদের জন্য এটি হতে পারে দারুণ এক সমাধান। সঙ্গে থাকছে বিল্ট-ইন জিপিএস সুবিধা।

চমৎকার ডিসপ্লে ও ডিজাইন
স্মার্টওয়াচ দুটিতেই রয়েছে ১.৮২ ইঞ্চির অ্যামোলেড আয়তাকার ডিসপ্লে, যার রেজোলিউশন ৪৮০x৪০৮ পিক্সেল। ওয়াচ ফিট ৪ এবং প্রো ভেরিয়েন্ট যথাক্রমে ২,০০০ নিটস এবং ৩,০০০ নিটস পর্যন্ত উজ্জ্বলতা সাপোর্ট করে, ফলে সূর্যের আলোতেও ডিসপ্লে পরিষ্কারভাবে দেখা যাবে।

ডিজাইনের দিক থেকে, ঘড়ির কেস তৈরি হয়েছে অ্যালুমিনিয়াম অ্যালয় দিয়ে। প্রো সংস্করণে রয়েছে আরও প্রিমিয়াম টাইটানিয়াম অ্যালয় বেজেল। প্রতিটি ঘড়িতে আছে ঘূর্ণনযোগ্য মুকুট (rotating crown) এবং একটি সাইড বোতাম-যা ব্যবহারে আনে প্রিমিয়াম ঘড়ির অনুভব।

স্বাস্থ্য ও ফিটনেস ট্র্যাকিং আরও উন্নত
স্বাস্থ্য সচেতন ব্যবহারকারীদের জন্য এই স্মার্টওয়াচ সিরিজে রয়েছে:

>> হার্ট রেট ও ব্লাড অক্সিজেন (SpO2) মনিটর
>> ঘুমের গুণমান বিশ্লেষণ
>> প্রো মডেলে অতিরিক্তভাবে ECG সেন্সর, যা হৃদযন্ত্রের আরও বিস্তারিত তথ্য দেয়।

জল-ধুলোর ভয় নেই!
ওয়াচ ফিট ৪ সিরিজে দেওয়া হয়েছে 5ATM ওয়াটার রেজিস্ট্যান্স, অর্থাৎ পানিতে সহজে নষ্ট হবে না। প্রো মডেলে আবার অতিরিক্ত IP6X ডাস্ট রেজিস্ট্যান্স, যা ধুলাবালিকেও দূরে রাখবে।

অ্যাডভান্স ট্র্যাকিং ও স্মার্ট ফিচার
নিয়মিত জিপিএস ট্র্যাকিং ছাড়াও রয়েছে ওয়াটার স্পোর্টস রুট ট্র্যাকিং। আপনি ফোন ছুঁয়েও না–ঘড়ি থেকেই ব্লুটুথ কল করতে পারবেন, মিউজিক প্লে করতে পারবেন, এমনকি ফোনের ক্যামেরাও নিয়ন্ত্রণ করা যাবে। সবচেয়ে ভালো দিক হলো, এই স্মার্টওয়াচ অ্যান্ড্রয়েড ও আইফোন-দুই প্ল্যাটফর্মেই কাজ করে।

কালার অপশন ও দাম
>> হুয়াওয়ে ওয়াচ ফিট ৪: কালো, ধূসর, বেগুনি ও সাদা স্ট্র্যাপে।

>> ওয়াচ ফিট ৪ প্রো: নীল, কালো (ফ্লুরোইলাস্টোমার) এবং সবুজ (নাইলন) স্ট্র্যাপে।

দাম (ভারতে)

>> ওয়াচ ফিট ৪: ₹১২,৯৯৯

>> ওয়াচ ফিট ৪ প্রো: ₹২০,৯৯৯

যারা দীর্ঘ ব্যাটারি, উন্নত হেলথ ট্র্যাকিং এবং প্রিমিয়াম ডিজাইন খোঁজেন-তাদের জন্য হুয়াওয়ে ওয়াচ ফিট ৪ সিরিজ হতে পারে এক দুর্দান্ত পছন্দ। ফিটনেস ও স্মার্টনেস-দুটোকেই একসঙ্গে চাইলে, এই ঘড়িগুলো দেখে নেওয়াই যায়!

image

আপনার মতামত দিন