কম দামে বড় পর্দার নতুন স্মার্টফোন দেশের বাজারে আনল স্যামসাং

প্রকাশ: বুধবার, ০৮ অক্টোবর, ২০২৫
https://techvoice24.com/assets/images/logoIcon/logo.png নিজস্ব প্রতিবেদক
https://techvoice24.com/assets/images/logoIcon/logo.png
  ছবি: সংগৃহীত

দেশের বাজারে ৬ দশমিক ৭ ইঞ্চি পর্দার নতুন স্মার্টফোন এনেছে স্যামসাং। ‘গ্যালাক্সি এ০৭’ মডেলের ফোনটির পর্দার রিফ্রেশ রেট ৯০ হার্টজ। ফলে বড় পর্দায় উন্নত রেজল্যুশনের ছবি ও ভিডিও দেখার পাশাপাশি স্বাচ্ছন্দ্যে গেম খেলা যায়। মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে স্যামসাং বাংলাদেশ।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্যামসাং নক্স ভল্ট প্রযুক্তিসুবিধার ফোনটি হার্ডওয়্যার ও সফটওয়্যার, দুই দিক থেকেই ব্যবহারকারীদের নিরাপদ রাখে। ফোনটির পেছনে ৫০ ও ২ মেগাপিক্সেলের দুটি ক্যামেরা রয়েছে। সেলফি তোলার জন্য রয়েছে ৮ মেগাপিক্সেলের ক্যামেরা। ফলে ভালো মানের ছবি তোলা যায়।

সবুজ, কালো ও হালকা বেগুনি রঙে বাজারে আসা ফোনটির ধারণক্ষমতা সংস্করণভেদে ৬৪ ও ১২৮ গিগাবাইট। ৪ ও ৬ গিগাবাইট র‍্যামযুক্ত ফোনটির দাম ধরা হয়েছে সর্বনিম্ন ১৩ হাজার ৯৯৯ টাকা।

image

আপনার মতামত দিন