লেনোভো ভি সিরিজের নতুন দুই ল্যাপটপ উন্মোচন

প্রকাশ: সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৫
https://techvoice24.com/assets/images/logoIcon/logo.png নিজস্ব প্রতিবেদক
https://techvoice24.com/assets/images/logoIcon/logo.png
  ছবি: সংগৃহীত

শিক্ষার্থী, তরুণ উদ্যোক্তা কিংবা কর্মজীবীদের জন্য বাজেট-সাশ্রয়ী ও স্মার্ট সমাধান হিসেবে বাংলাদেশে এসেছে লেনোভো ভি সিরিজের নতুন দুটি ল্যাপটপ। গ্লোবাল ব্র্যান্ড পিএলসি বাজারে এনেছে লেনোভো ভি১৪ জি৪ এএমএন (82YTA04TLK) এবং লেনোভো ভি১৫ জি৪ এএমএন (82YUA027LK) মডেল।

লেনোভো ভি১৪ জি৪ এএমএন (82YTA04TLK)
এই মডেলে রয়েছে এএমডি রাইজেন আর৫ ৭৫২০ইউ প্রসেসর, সঙ্গে ১৬ জিবি ডিডিআর৫ র‍্যাম ও ৫১২ জিবি এসএসডি স্টোরেজ। ১৪ ইঞ্চি ফুল এইচডি আইপিএস ডিসপ্লে ব্যবহারকারীদের দেবে স্পষ্ট ভিজ্যুয়াল অভিজ্ঞতা এবং নিরবিচ্ছিন্ন মাল্টিটাস্কিং সুবিধা।

লেনোভো ভি১৫ জি৪ এএমএন (82YUA027LK)
অন্যদিকে, ভি১৫ জি৪ এএমএন মডেলে রয়েছে এএমডি রাইজেন ৩ ৭৩২০ইউ প্রসেসর, ৮ জিবি ডিডিআর৫ র‍্যাম এবং ৫১২ জিবি এসএসডি স্টোরেজ। এটি দৈনন্দিন অফিস কাজ, অনলাইন ক্লাস বা ব্যবসায়িক কার্যক্রমের জন্য নির্ভরযোগ্য পারফরম্যান্স প্রদান করবে।

যৌথ ফিচারসমূহ
উভয় ল্যাপটপেই থাকছে এএমডি রেডিয়ন গ্রাফিক্স, উন্নত কানেক্টিভিটির জন্য ওয়াইফাই ৬, ব্লুটুথ ৫.২, আরজে-৪৫ পোর্ট এবং নিরাপত্তার জন্য ৭২০পি ওয়েবক্যাম উইথ প্রাইভেসি শাটার। এগুলো এসেছে ফ্রি-ডস অপারেটিং সিস্টেম সহ, ফলে ব্যবহারকারীরা নিজেদের প্রয়োজন অনুযায়ী সিস্টেম ইনস্টল করার স্বাধীনতা পাবেন।

উপলব্ধতা ও ওয়ারেন্টি
আর্কটিক গ্রে কালারের এই দুটি মডেল ২ বছরের ওয়্যারেন্টি সহ পাওয়া যাচ্ছে গ্লোবাল ব্র্যান্ড পিএলসি’র ওয়েবসাইট, শাখা ও অনুমোদিত ডিলার হাউজগুলোতে।

image

আপনার মতামত দিন