এআই-এর বুদ্ধিমত্তা, ওএলইডি-এর রঙিন দুনিয়া আর শক্তিশালী গ্রাফিক্সকে একসাথে মিশিয়ে তৈরি ল্যাপটপ লেনোভো লিজিয়ন ফাইভ আই (83LY006XLK) দেশের বাজারে এনেছে পুঁজিবাজারে তালিকভূক্ত প্রযুক্তি পণ্য ও সেবা বিপনন প্রতিষ্ঠান গ্লোবাল ব্র্যান্ড।
ল্যাপটপটিতে রয়েছে ইন্টেল কোর আই ৯-১৪৯০০এইছএক্স প্রসেসর, যার সর্বোচ্চ স্পিড ৫.৮ গিগাহার্জ। সঙ্গে দেওয়া হয়েছে ৩২ জিবি ডিডিআর৫ র্যাম এবং ১ টেরাবাইট জেন৪ এসএসডি।
গ্রাফিক্সের জন্য রয়েছে রয়েছে এনভিডিয়া জিফোর্স আরটিএক্স ৫০৭০ গ্রাফিক্স কার্ড ও ৮ জিবি ভার্চুয়াল র্যাম। জিপিইউ আর্কিটেকচারে রয়েছে ৭৯৮ এআই টপস।
গ্লোবাল ব্র্যান্ডের দাবি, ১৫.১ ইঞ্চির WQXGA ওএলইডি ডিসপ্লে শুধু দেখায় না-এটি জীবন্ত রঙের এক নতুন দুনিয়া খুলে দেয়। ১০০% ডিসিআই-পি৩ কালার গ্যামুট, ৫০০ নিটস ব্রাইটনেস এবং ফ্যাক্টরি কালার ক্যালিব্রেশন প্রতিটি গেম, সিনেমা বা ক্রিয়েটিভ প্রজেক্টকে করে তোলে বাস্তবের চেয়ে আরও জীবন্ত। দীর্ঘক্ষণ ব্যবহার করলেও TÜV Low Blue Light প্রযুক্তি চোখকে রাখে নিরাপদ, যাতে গেমিং বা ক্রিয়েটিভ কাজের অভিজ্ঞতা হয় একেবারে আরামদায়ক এবং ঝকঝকে।
ইক্লিপস ব্ল্যাক রঙের এই ল্যাপটপটি ২ বছরের অফিসিয়াল ওয়ারেন্টি সহ ল্যাপটপটির দাম পড়বে ২ লাখ ৯৫ হাজার টাকা।