পুরানো মডেলের দুই ম্যাকবুক সরিয়ে নিল অ্যাপল

প্রকাশ: মঙ্গলবার, ১৮ মার্চ, ২০২৫
https://techvoice24.com/assets/images/logoIcon/logo.png টেকভয়েস২৪  ডেস্ক
https://techvoice24.com/assets/images/logoIcon/logo.png
  ছবি: সংগৃহীত
মাত্র কিছুদিন আগেই অ্যাপল এম ফোর চিপযুক্ত ম্যাকবুক এয়ার ল্যাপটপের নতুন সংস্করণ ঘোষণা করেছে। বাজারে নতুন ল্যাপটপ আসামাত্রই পুরানো দুটি মডেলের ম্যাকবুক এয়ার মডেলের বিক্রি বন্ধ করার ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি।

 ম্যাকবুক এয়ার এম টু ও এম থ্রি মডেলের ল্যাপটপ দুইটি ইতিমধ্যে নিজেদের ওয়েবসাইট থেকে সরিয়ে নিয়েছে অ্যাপল।

যদিও সারাবিশ্বের কয়েকটি ই-কমার্স সাইট ও অফলাইন খুচরা বিক্রেতার মাধ্যমে ল্যাপটপ দুইটি পাওয়া যাচ্ছে।

বাজার গবেষকরা বলছেন, বিপণন প্রক্রিয়াকে প্রতিযোগিতাপূর্ণ আর পুরোনো মডেলের পরিবর্তে নতুন মডেলে ঢেলে সাজাতেই অ্যাপল এমন উদ্যোগ নিয়েছে।

যারা নতুন ম্যাকবুক কিনতে আগ্রহী বা ভাবছেন যে ম্যাকবুক এয়ার এম থ্রি, এম ফোর মডেলের মধ্যে কোনটা নির্বাচন করবেন, তাদের উদ্দেশে অ্যাপল বলছে, নতুন এম ফোর চিপযুক্ত ম্যাকবুক এয়ার গত বছর অবমুক্ত হওয়া ম্যাকবুক এয়ার এম থ্রি মডেলের তুলনায় দামে তুলনামূলক সাশ্রয়ী হবে। ল্যাপটপ দুটির মধ্যে একটি মডেল ১৩ ইঞ্চি পর্দা এবং অন্যটি ১৫ ইঞ্চি পর্দাবিশিষ্ট।

অ্যাপল বিশ্লেষকরা বলছেন, বৈশ্বিক বাজার প্রতিযোগিতায় নিজেকে দামের বিবেচনায় ঢেলে সাজাতে অ্যাপল ডিভাইস বিভাগ ও গবেষক দল কাজ করছে। কিছুদিন আগে আইফোনের আগের তিনটি মডেল বিপণন বন্ধের ঘোষণা দেয় কর্তৃপক্ষ। এবার বন্ধ হলো ম্যাকবুক এয়ার সিরিজের দুটি মডেল। সামনে এমন আরও কিছু ঘোষণা আসবে বলে বিশ্লেষকরা মনে করছেন।

আপনার মতামত দিন