রেড ম্যাজিক ১০ প্রো সিরিজের ১.৫কে রেজুলেশন ডিসপ্লের ফোন

প্রকাশ: শুক্রবার, ১৫ নভেম্বর, ২০২৪
https://techvoice24.com/assets/images/logoIcon/logo.png টেকভয়েস২৪  ডেস্ক
https://techvoice24.com/assets/images/logoIcon/logo.png
  ছবি: সংগৃহীত
 বিশ্বে এই প্রথম ১.৫কে রেজুলেশন ডিসপ্লের ফোন আসছে। এই ফোন আনছে চীনের জেডটিই। যার মডেল রেড ম্যাজিক ১০ প্রো সিরিজ। এই সিরিজে রেড ম্যাজিক ১০ প্রো প্লাস মডেলও আসবে।

এই মডেলগুলো হবে গত বছরের বাজারে আসা রেড ম্যাজিক ৯ প্রো এবং রেড ম্যাজিক ৯ প্রো প্লাসের উত্তরসূরি। আনুষ্ঠানিক লঞ্চের আগে নতুন সিরিজের প্রো মডেলের ডিসপ্লে সম্পর্কে বেশ কিছু তথ্য সামনে এনেছে কোম্পানি।

এসব ফোনে বিওই-এর ১.৫ কে রেজুলেশনের ডিসপ্লে এবং হাই স্ক্রিন-টু-বডি রেশিও থাকবে, যা ইউজারকে দুর্দান্ত ভিউইং এক্সপেরিয়েন্স দেবে। রেড ম্যাজিক ১০ সিরিজে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৮ এলিট চিপসেট থাকতে পারে বলেও শোনা যাচ্ছে।

চীনা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম উইবোতে ইতিমধ্যেই টিজার লঞ্চ করেছে কোম্পানি। তাতে দেখা যাচ্ছে, রেড ম্যাজিক ১০ প্রো প্রথম স্মার্টফোন যাতে ‘উকং স্ক্রিন’ নামের ডিসপ্লে থাকবে। যা বিওই এবং রেড ম্যাজিক একসঙ্গে তৈরি করেছে।

এই ডিসপ্লের রেজুলেশন ১.৫কে এবং এর স্ক্রিন-টু-বডি রেশিও ৯৫.৩ শতাংশ। কোম্পানির দাবি, এটি বিশ্বের প্রথম ১.৫কে ট্রু স্ক্রিন স্মার্টফোন হতে চলেছে। উল্লেখ্য, এটি আগামী সপ্তাহে চীনে লঞ্চ হবে।

১.৫কে রেজুলেশনের মানে হল ডিসপ্লের পিক্সেল কাউন্ট ফুল এইচডি-এর থেকে কিছুটা বেশি, যার ফলে ভিডিও এবং গেমের মতো ভিজ্যুয়ালসে প্রতিটি সূক্ষ্ম জিনিসও বিশদে এবং স্পষ্টভাবে দেখা যাবে।

ইউজাররা এক অন্য রকমের অভিজ্ঞতা পাবেন। রঙ এবং কনট্রাস্টের কারণে আরও জীবন্ত মনে হবে। যারা স্মার্টফোনেই ছবি বা ভিডিও এডিটিং করেন কিংবা হাই গ্রাফিক গেমস খেলেন, তাদের জন্য এই সিরিজের ফোন আদর্শ। তবে, ১.৫কে ডিসপ্লের তুলনায় ২কে বা ফোরকে ডিসপ্লে আরও উন্নত। ছবি আরও স্পষ্ট দেখা যায়। এর জন্য ব্যাটারি খরচও বেশি হয়। ১.৫কে রেজুলেশন ব্যাটারি এবং ছবির মধ্যে সামঞ্জস্য বজায় রাখে।
image

আপনার মতামত দিন