চীনের বাজারে আনুষ্ঠানিকভাবে উন্মোচিত হয়েছে শাওমির দ্বিতীয় প্রজন্মের ক্ল্যামশেল স্টাইলের ফোল্ডেবল স্মার্টফোন ‘মিক্স ফ্লিপ ২’। উন্নত পারফরম্যান্স, দীর্ঘস্থায়ী ব্যাটারি, উন্নত ডিসপ্লে ও নতুন ডিজাইনের সমন্বয়ে বাজারে এসেছে এই ফোল্ডেবল ডিভাইসটি।
শাওমি জানিয়েছে, এটি এমন প্রথম ফোল্ডেবল ফোন, যেখানে ৫০০০ এমএএইচ-এর বেশি সক্ষমতার ব্যাটারি ব্যবহার করা হয়েছে-যা স্মার্টফোন ব্যবহারকারীদের জন্য নিঃসন্দেহে এক বড় সুখবর।
শক্তিশালী হার্ডওয়্যার ও কুলিং প্রযুক্তি
ফোনটিতে রয়েছে কোয়ালকমের সর্বশেষ Snapdragon 8 Elite চিপসেট, যা দ্রুত পারফরম্যান্স নিশ্চিত করে। দীর্ঘ সময় ব্যবহারেও যেন ফোন অতিরিক্ত গরম না হয়, সে জন্য এতে যুক্ত করা হয়েছে ডুয়াল ভেপার চেম্বার কুলিং সিস্টেম। অপারেটিং সিস্টেম হিসেবে থাকছে অ্যান্ড্রয়েড ১৫ ভিত্তিক হাইপার ওএস ২।
ডিসপ্লেতে বড় আপগ্রেড
মিক্স ফ্লিপ ২-এর বাইরের ডিসপ্লে একটি ৪.০১ ইঞ্চি অ্যামোলেড প্যানেল, যার সর্বোচ্চ উজ্জ্বলতা ৩২০০ নিটস পর্যন্ত। এতে মেসেজিং, ম্যাপস ও ভিডিও স্ট্রিমিংসহ বিভিন্ন অ্যাপ ব্যবহার করা যাবে সরাসরি। অভ্যন্তরীণ স্ক্রিনে রয়েছে ১.৫কে রেজল্যুশন এবং ১২০ হার্টজ রিফ্রেশ রেট, চোখের আরাম নিশ্চিত করতে যুক্ত করা হয়েছে উন্নত চোখ-সুরক্ষা প্রযুক্তি।
ক্যামেরায় লাইকার ছোঁয়া
ফোনটির পেছনে রয়েছে দুটি ৫০ মেগাপিক্সেলের লাইকা-টিউনড ক্যামেরা। এর মধ্যে মূল সেন্সরটি হলো Light Hunter 800, যাতে আছে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS)। পাশাপাশি রয়েছে ১১৫ ডিগ্রির আল্ট্রা-ওয়াইড ক্যামেরা। সেলফি ও ভিডিও কলে আরও প্রাণ আনার জন্য সামনে যুক্ত করা হয়েছে একটি ৩২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা।
ব্যাটারি ও পারফরম্যান্স
শাওমির দাবি অনুযায়ী, মিক্স ফ্লিপ ২-এর ব্যাটারি ব্যাকআপ আইফোন ১৬ প্রো-এর তুলনায় প্রায় অর্ধদিন বেশি। ব্যাটারির এই ক্ষমতা ফোল্ডেবল ফোন ব্যবহারকারীদের জন্য নতুন মাত্রা যোগ করবে।
মূল্য ও অ্যাকসেসরিজ
চীনে এই ফোনটির প্রাথমিক মূল্য ধরা হয়েছে প্রায় ৮৩৫ মার্কিন ডলার, অর্থাৎ বাংলাদেশি মুদ্রায় প্রায় ১ লাখ টাকারও বেশি। ফোনটির সঙ্গে বাজারে এসেছে একটি আকর্ষণীয় অ্যাকসেসরি-‘মিক্স ফ্লিপ ২ পকেট ফটো কিট’, যার মাধ্যমে তাৎক্ষণিক ছবি প্রিন্ট করা যাবে।
আন্তর্জাতিক বাজারে কবে?
আপাতত ফোনটি শুধুমাত্র চীনের বাজারেই পাওয়া যাচ্ছে। আন্তর্জাতিক বাজারে কবে উন্মোচিত হবে, সে বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি শাওমি।
ফোল্ডেবল প্রযুক্তির দুনিয়ায় শাওমির মিক্স ফ্লিপ ২ নিঃসন্দেহে একটি চমকপ্রদ সংযোজন। শক্তিশালী হার্ডওয়্যার, উন্নত ক্যামেরা, বড় ব্যাটারি আর ফিচার-পূর্ণ ডিজাইন-সব মিলিয়ে এটি পরবর্তী প্রজন্মের স্মার্টফোন ব্যবহারকারীদের জন্য একটি আদর্শ পছন্দ হয়ে উঠতে পারে।