সাশ্রয়ী মূল্যের নতুন স্মার্টঘড়ি আনলো শাওমি

প্রকাশ: শনিবার, ০২ নভেম্বর, ২০২৪
https://techvoice24.com/assets/images/logoIcon/logo.png টেকভয়েস২৪  ডেস্ক
https://techvoice24.com/assets/images/logoIcon/logo.png
  ছবি: সংগৃহীত
চীনের বাজারে এল শাওমির নতুন স্মার্টঘড়ি রেডমি ব্যান্ড ৩। স্মার্টব্যান্ডটিতে ১ দশমিক ৪৭ ইঞ্চির আয়তাকার স্ক্রীন রয়েছে যার রিফ্রেশ রেট ৬০ হার্টজ। একবার চার্জে স্মার্টব্যান্ডটি ১৮ দিন পর্যন্ত চলবে বলে দাবি করছে কোম্পানিটি। এতে হার্ট রেট, অক্সিজেন লেবেল এবং ঘুমের চক্র ট্র্যাকিংয়ের মতো একাধিক স্বাস্থ্য পর্যবেক্ষণের ফিচার রয়েছে।

পানি প্রতিরোধের ক্ষমতায় স্মার্টঘড়িটির ৫ এটিএম রেটিং রয়েছে। এতে ৫০টি প্রি-সেট স্পোর্টস মোড, ১০০ টিরও বেশি ওয়াচ ফেস রয়েছে। ব্যান্ডটি শাওমির হাইপারওএস অপারেটিং সিস্টেমে চলবে।

চীনে রেডমি ব্যান্ড ৩ এর দাম ১৫৯ চীনা ইউয়ান (প্রায় ২ হাজার ৬৬৩ টাকা)। এটি শাওমির চীনের ই-স্টোরের মাধ্যমে কেনা যাবে।

স্মার্টব্যান্ডটি পাঁচটি রঙে পাওয়া যাবে-ব্ল্যাক (কালো), বেজ (হালকা বাদামি), ডার্ক গ্রে (গাড় ধূসর), গ্রিন (সবুজ), পিংক (গোলাপি) এবং ইয়েলো (হলুদ)।

স্মার্ট ব্যান্ডটিতে ১ দশমিক ৪৭ ইঞ্চির আয়তাকার স্ক্রিন যার রেজল্যুশন ১৭২ x ৩২০ পিক্সেল এবং রিফ্রেশ রেট ৬০ হার্টজ। স্মার্ট ব্যান্ডটির পুরুত্ব ৯ দশমিক ৯৯ মিমি এবং ওজন ১৬ দশমিক ৫ গ্রাম। এতে ১০০ টিরও বেশি ওয়াচ ফেস সমর্থন করে।

এতে বেশ কয়েকটি ট্র্যাকিং ফিচার রয়েছে। যেমন: হার্ট রেট, রক্তে অক্সিজেনের স্তর এবং স্টেপ ট্র্যাকার রয়েছে। স্মার্টঘড়িটি ঘুম এবং পিরিয়ড ট্র্যাকিংকেও সমর্থন করে। এতে ৫০টি প্রি-সেট স্পোর্টস মোড থাকবে।

রেডমি ব্যান্ড ৩ অত্যন্ত টেকসই, যার ৩০০ এমএএইচ ব্যাটারি রয়েছে। সাধারণ ব্যবহারে ব্যাটারির চার্জ ১৮ দিন পর্যন্ত থাকবে। কোম্পানির মতে, স্মার্ট ব্যান্ডটি খুব বেশি ব্যবহার হলে ব্যাটারি চার্জ ৯ দিন পর্যন্ত থাকবে। স্মার্ট ওয়্যারেবলটি শূন্য থেকে ১০০ শতাংশ চার্জ হতে দুই ঘণ্টারও কম সময় নেয়। এতে ম্যাগনেটিক চার্জিং ব্যবস্থা রয়েছে এবং এটি ব্লুটুথ ৫.৩ রয়েছে। স্মার্ট ব্যান্ডটি উইচ্যাট এবং আলি পে এর অফলাইন পেমেন্টকেও সমর্থন করে। সূত্র: ৩৬০ গ্যাজেটস
image

আপনার মতামত দিন