টেকনো ক্যামন সিরিজের ৪০ ও ৪০ প্লাস

প্রকাশ: শুক্রবার, ১৮ এপ্রিল, ২০২৫
https://techvoice24.com/assets/images/logoIcon/logo.png টেকভয়েস২৪  ডেস্ক
https://techvoice24.com/assets/images/logoIcon/logo.png
  ছবি: সংগৃহীত
প্রি অর্ডার শেষে গ্রাহকের হাতে যেতে শুরু করেছে টেকনো ক্যামন সিরিজের ৪০ ও ৪০ প্লাস। টেকনোবিডির ওয়েব ঠিকান ছাড়াও ফোন দুটি টেকনো অনুমোদিত দেশের সকল আউটলেটে পাওয়া যাচ্ছে।

ক্যামন ৪০-এর মূল্য নির্ধারণ করা হয়েছে ২৩ হাজার ৯৯৯ টাকা এবং ক্যামন ৪০ প্রো’র মূল্য ২৭হাজার  ৯৯৯ টাকা।

ফোন দুটিতে ৫ বছরের বিক্রয়োত্তর সেবাও দেয়া হচ্ছে বলে জানিয়েছে টেকনো বাংলাদেশ।

ফোনগুলোতে আছে সনির ফ্ল্যাগশিপ ৫০ মেগাপিক্সেল লিটিয়া ৭০০সি সেন্সর ও ৮ মেগাপিক্সেল ওয়াইড-অ্যাঙ্গেল লেন্স এবং এআই স্ন্যাপ সেন্সর। এর সাহায্যে প্রতি সেকন্ডে১৫ ফ্রেম ক্যাপচার করতে পারবেন ব্যবহারকারী। ফলে চলমান কোনো মহুর্তকে ক্যামেরায় ধারণ করলেও তা ঝাপসা দেখাবে না।

আপনার মতামত দিন