এনআইডির তথ্য ফাঁসের অভিযোগে সাবেক আইসিটি সচিব গ্রেফতার

প্রকাশ: বৃহস্পতিবার, ০৬ মার্চ, ২০২৫
https://techvoice24.com/assets/images/logoIcon/logo.png নিজস্ব প্রতিবেদক
https://techvoice24.com/assets/images/logoIcon/logo.png
  ছবি: সংগৃহীত
নাগরিকদের জাতীয় পরিচয়পত্র (এনআইডি)-এর তথ্য ফাঁস ও বিক্রির অভিযোগে দায়ের করা মামলার আসামি হিসেবে চট্টগ্রাম নগরের পাঁচলাইশ থানা এলাকা থেকে তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সচিব এনএম জিয়াউল আলমকে গ্রেফতার করা হয়েছে।   

বুধবার (৫ মার্চ) নগরের পাঁচলাইশ আবাসিকের নিকটাত্মীয় আত্মীয় ডা. হাবিবের বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। ডা. হাবিব চট্টগ্রাম মেডিকেল কলেজের চিকিৎসক।

পরে সন্ধ্যায় পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) একটি দল পাঁচলাইশ থানা থেকে ঢাকায় নিয়ে গেছে বলে নিশ্চিত করেছেন পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলায়মান।

গত বছরের ৯ অক্টোবর রাজধানীর কাফরুল থানায় এনামুল হক নামের এক ব্যক্তি সাইবার নিরাপত্তা আইনে একটি মামলা করেন। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়, সাবেক তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহ্‌মেদ পলকসহ ১৯ জনকে আসামি করা হয়।

অভিযোগে বলা হয়, আসামিরা এনআইডির তথ্য ফাঁস ও বিক্রির সঙ্গে জড়িত।

মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, এনআইডির তথ্য ব্যবহার করে ডিজিকন গ্লোবাল সার্ভিসেস লিমিটেড নামের একটি প্রতিষ্ঠানকে ব্যবসার অনুমতি দেওয়া হয়। জাতীয় নিরাপত্তা ও ব্যক্তিগত তথ্যের সুরক্ষা নিশ্চিত না করেই এনআইডির তথ্য দেশ-বিদেশের প্রায় ১৮২টি প্রতিষ্ঠানের কাছে বিক্রি করে ডিজিকন।

অভিযোগ অনুযায়ী, এই তথ্য বিক্রির মাধ্যমে প্রায় ২০ হাজার কোটি টাকা আত্মসাৎ করা হয়েছে।
image

আপনার মতামত দিন