দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতির বাস্তবায়নে নজিরবিহীন পদক্ষেপ নিয়েছে ইউরোপের দেশ আলবেনিয়া। সরকারি ক্রয়ব্যবস্থায় স্বচ্ছতা আনতে এবং মানবিক পক্ষপাত দূর করতে তারা বিশ্বের প্রথম কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক একটি স্বয়ংক্রিয় ‘মন্ত্রী’ নিয়োগ দিয়েছে।
দেশটির প্রধানমন্ত্রী এদি রামা বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা দিয়েছেন।
‘দিয়েলা’ নামের এই এআই সহকারী আগে থেকেই আলবেনিয়ার ‘ই-আলবেনিয়া’ প্ল্যাটফর্মে অনলাইন সরকারি সেবা প্রদানে ব্যবহৃত হচ্ছিল। এবার তাকে পূর্ণাঙ্গভাবে সরকারি ঠিকাদারি ও ক্রয় প্রক্রিয়া তদারকির দায়িত্ব দেয়া হলো।
দেশটির প্রধানমন্ত্রী এদি রামা বলেন, এআই মন্ত্রী নিয়োগের মাধ্যমে পাবলিক টেন্ডার প্রক্রিয়া হবে শতভাগ দুর্নীতিমুক্ত। এখন থেকে আর কারও পক্ষে ব্যক্তিগত প্রভাব খাটিয়ে বা স্বজনপ্রীতি দেখিয়ে চুক্তি নেয়ার সুযোগ থাকবে না।’
তবে এই পদক্ষেপকে ঘিরে জনমত ভিন্ন। অনেক বিশেষজ্ঞ মনে করছেন, প্রযুক্তি নির্ভর সমাধান যতই যুগান্তকারী হোক, এআই আসলেই কি সম্পূর্ণ নিরপেক্ষ থাকতে পারবে তা নিয়ে এখনও প্রশ্ন থেকে যাচ্ছে।
আলবেনিয়ার এই উদ্যোগ বিশ্বজুড়ে আলোচনার জন্ম দিয়েছে। কারণ এটি শুধু প্রযুক্তিগত নয়, বরং প্রশাসনিক ব্যবস্থাপনাতেও এক নতুন দিগন্তের সূচনা বলেই মনে করছেন পর্যবেক্ষকরা। সূত্র: টাইমস অব ইন্ডিয়া।