গত কয়েক বছরে অনলাইন কেনাকাটা ক্রমেই বেড়েছে। কিন্তু একই সাথে প্রশ্নও বাড়েছে: আমি কি সত্যিই সঠিক পণ্যটি কিনছি? দাম কি আদৌ সঠিক? বিকল্প পণ্যগুলোর সঙ্গে তুলনায় আমার পছন্দ অনুযায়ী পণ্যটি কি সর্বোত্তম? এমন সব প্রশ্নের উত্তর খুঁজতেই সম্প্রতি ওপেন এআই চালু করেছে নতুন ফিচার শপিং রিসার্চ টুল। এই ফিচার চ্যাটজিপিটি-তে যুক্ত হওয়ায়, অনলাইন কেনাকাটায় সিদ্ধান্ত নেওয়া অনেক সহজ ও বুদ্ধিমত্তাসম্পন্ন হয়েছে।
কেন এটি বিশেষ
শপিং রিসার্চ টুল ব্যবহার করে আপনি শুধু পণ্যের দামের তথ্য পাবেন না। আপনি পণ্যের স্পেসিফিকেশন, রিভিউ, প্রাপ্যতা, ডেলিভারির সময়সীমা, ছাড় বা অফারের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলোও একসঙ্গে যাচাই করতে পারবেন। এর ফলে এক পণ্যের ওপর ভরসা না করেই, আপনি একটু সময় নিয়ে তুলনা করে সবচেয়ে উপযোগী পণ্য বেছে নিতে পারবেন।
উদাহরণ হিসেবে ধরুন আপনি একটি স্মার্টফোন কিনতে চান। এক দিক থেকে আপনি চাইবেন দাম কম হোক, আর অন্যদিকে ফিচার, ব্যাটারি লাইফ, রিভিউ ও ডেলিভারির সময়কে গুরুত্ব দেবেন। শপিং রিসার্চ আপনাকে একই উইন্ডোতে প্রায় সব তথ্য দেখাবে। তাই আপনি সহজেই সিদ্ধান্ত নিতে পারবেন কোন ফোনটি আপনি কিনবেন।
ব্যক্তিকেন্দ্রিক শপিং: আপনার বাজেট, পছন্দ ও চাহিদা অনুযায়ী
শুধু তথ্য দেখানেই সীমাবদ্ধ থাকছে না এই টুল। আপনি যদি বাজেট সেট করেন; ধরুন “৩০ হাজার টাকার মধ্যে ল্যাপটপ” চান, তাহলে শপিং রিসার্চ আপনার বাজেট, প্রয়োজনীয় স্পেসিফিকেশন (যেমন র্যাম, স্টোরেজ), এবং অন্যান্য প্রাধান্য দেওয়ার দিক (স্পিড, ব্যাটারি লাইফ, ব্র্যান্ড ইত্যাদি) বিবেচনায় রেখে সেরা পছন্দগুলো সাজিয়ে দিতে পারে। এর মধ্য দিয়ে ভোগ্তার জন্য সময় ও প্রচুর অনিরাপদ সিদ্ধান্ত এড়িয়ে সঠিক পণ্য বাছাই করা সম্ভব।
কেনকার জন্য সহায়ক এক নতুন যন্ত্র
অনলাইনে কেনাকাটা কখনো কখনো জটিল ও বিভ্রান্তিকর হয়ে ওঠে। বিশেষ করে এমন সময়ে, যখন একই ধরনের পণ্য বহু বিক্রেতার কাছ থেকে পাওয়া যায়; দাম, গুণগত মান, রিভিউ, শিপিং চার্জ, সবকিছুই একসঙ্গে ভেবেচিন্তে তুলনা করতে হয়। শপিং রিসার্চ সেই কাজটি সহজ করে দিয়েছে।
এছাড়া, কোনো বিশেষ অফার বা মূল্য-পরিবর্তন আয়োজনে আপনি সময়মতো জানতে পারবেন। ডেলিভারি সময়, স্টক-আপডেট, কুপন, ছাড়, সবই এক জেনে আপনি কিনতে পারবেন, যাতে পরে “মনে হয় কিনলে ভালো হতো” ভাবনা না আসে।
সবার জন্য: ফ্রি থেকে প্রো সকলের জন্য উন্মুক্ত
ওপেনএআই জানিয়েছে যে চ্যাটজিপিটি-এ শপিং রিসার্চ টুল ধাপে ধাপে সব ধরনের ব্যবহারকারী (ফ্রি, গো, প্লাস, প্রো) এর জন্য চালু করতে শুরু করেছে। অর্থাৎ, বিশেষ কোনো প্রিমিয়াম সাবস্ক্রিপশন ছাড়াই আপনি চাইলে ফ্রিতে, অথবা যদি আপনি প্লাস বা প্রো সাবস্ক্রাইবার হন, তবুও শপিং রিসার্চ টুল কাজে লাগানো যাবে।
এটির মাধ্যমে চ্যাটজিপিটি-কে কেবল কথোপকথনকারী হিসেবে নয়, বরং “অনলাইন কেনাকাটায় নির্ভরযোগ্য গাইড” হিসেবে গড়ার প্রস্তুতি নিচ্ছে ওপেনএআই।
নতুন এই ফিচারটি অনলাইন কেনাকাটাকে বদলে দিতে পারে। স্বচ্ছ-তথ্য, তুলনা, এবং ব্যক্তিকৃত পরামর্শের সঙ্গে আপনি যাতে সঠিক পণ্য বেছে নিতে পারেন, শপিং রিসার্চ সেটাই নিশ্চিত করছে। আপনি যদি চান, আমি পরবর্তী লেখা হিসেবে একটি চেকলিস্ট তৈরি করতে পারি। যেভাবে শপিং রিসার্চ ব্যবহার করে সাশ্রয়ী ও উপযোগী পণ্য কেনা যায়, ধাপে ধাপে। সূত্র: দ্য ভার্জ, টেকক্রাঞ্চ, গ্যাজেট৩৬০ ও টাইমস অব ইন্ডিয়া