বাংলাদেশের তরুণদের জন্য ফেসবুকের বিশেষ উদ্যোগ

প্রকাশ: মঙ্গলবার, ০৮ এপ্রিল, ২০২৫
https://techvoice24.com/assets/images/logoIcon/logo.png টেকভয়েস২৪  ডেস্ক
https://techvoice24.com/assets/images/logoIcon/logo.png
  ছবি: সংগৃহীত
জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তরুণদের অভিজ্ঞতাকে আরও সমৃদ্ধ করে তুলতে বাংলাদেশে একদম নতুন পডকাস্ট সিরিজ #ফেসবুকআইআরএল স্টোরিজ চালু করেছে ফেসবুক। এর মাধ্যমে তরুণেরা কীভাবে ফেসবুক ব্যবহার করছেন, তা তুলে ধরা হবে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে ফেসবুক।

পডকাস্ট সিরিজের উপস্থাপক হিসেবে রয়েছেন কনটেন্ট ক্রিয়েটর ও কমেডিয়ান আমিন হান্নান চৌধুরী। এই পডকাস্টের মাধ্যমে কনটেন্ট ক্রিয়েটর, ছোট থেকে মাঝারি আকারের ব্যবসা (এসএমবি) পরিচালনাকারী ও কমিউনিটিতে প্রভাব বিস্তারকারীরা ফেসবুকে তাঁদের যাত্রা, উন্নতি ও বিস্তার নিয়ে গল্পগুলো বলবেন, যা পরবর্তী সময়ে তরুণদের জন্য বড় পদক্ষেপ নিতে সহায়ক হবে।

পডকাস্টের উপস্থাপক আমিন হান্নান চৌধুরী বলেন, ‘ফেসবুক সব সময়ই কনটেন্ট ক্রিয়েটর ও দর্শকদের মধ্যে সেতুবন্ধ হিসেবে কাজ করেছে। এবার সফল কনটেন্ট ক্রিয়েটর, এসএমবি ও কমিউনিটিতে প্রভাব বিস্তারকারীদের অগ্রগতি ও সফলতার গল্প তুলে নিয়ে আসছে ফেসবুক। এই গল্পগুলো তরুণ ব্যবহারকারীদের অর্থপূর্ণভাবে সংযুক্ত করতে ও সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেদের পছন্দের বিষয়গুলো খুঁজে পেতে অনুপ্রাণিত করবে বলে আমরা আশাবাদী।’
 
যেসব তরুণ কনটেন্ট তৈরি করার ক্ষেত্রে টিপস ও কৌশল জানার পাশাপাশি কমিউনিটি গড়ে তুলতে বা কোনো ব্যবসা শুরু করতে চাইছেন, তাঁরা #ফেসবুকআইআরএল স্টোরিজ ফলো করতে পারেন এবং এই ওয়েবসাইট থেকে নিজেদের দক্ষতার আরও বিকাশ ঘটাতে পারেন। একই সঙ্গে এই সিরিজের ডিজিটাল প্রকাশনা পার্টনার টাইগার মিডিয়া (কেবলগ্রাম, নাটশেল টুডে ও সোজু টুডে) থেকে পডকাস্টের গুরুত্বপূর্ণ অংশ দেখে নিতে পারেন।

আপনার মতামত দিন