বিনোদনের জগতে নতুন বিপ্লব এআই টিভি 

প্রকাশ: মঙ্গলবার, ০৪ নভেম্বর, ২০২৫
https://techvoice24.com/assets/images/logoIcon/logo.png নিজস্ব প্রতিবেদক
https://techvoice24.com/assets/images/logoIcon/logo.png
  ছবি: সংগৃহীত

একসময় আমাদের মানিয়ে নিতে হতো টেলিভিশনের সঙ্গে। টিভিতে যা সম্প্রচার হতো, সেটাই ছিল বিনোদনের একমাত্র উপায়। দর্শকের ইচ্ছা-অনিচ্ছা বা পছন্দ-অপছন্দের কোনো গুরুত্ব ছিল না। কিন্তু সময় বদলেছে। এখন টেলিভিশনই মানিয়ে নিচ্ছে আমাদের সঙ্গে।

আজকের আধুনিক টিভি শুধু ছবি দেখায় না, বরং বোঝে আমরা কী দেখতে চাই, কখন দেখতে চাই— এমনকি কেমন ভিজ্যুয়াল বা সাউন্ড কোয়ালিটি পছন্দ করি। এই পরিবর্তনের পেছনে সবচেয়ে বড় ভূমিকা রাখছে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)।

এআই এখন শুধু স্মার্টফোন বা ভয়েস অ্যাসিস্ট্যান্টেই সীমাবদ্ধ নয়, এটি টেলিভিশন দেখার অভিজ্ঞতাকেও করে তুলছে আরও স্মার্ট, পারসোনালাইজড এবং আরামদায়ক।

 কনটেন্ট সাজেশন ও রিকমেন্ডেশন সিস্টেম
এআই-চালিত টিভিগুলোর সবচেয়ে জনপ্রিয় সুবিধাগুলোর একটি হলো কনটেন্ট সাজেশন বা রিকমেন্ডেশন সিস্টেম। আগে যেখানে আমাদের নিজে খুঁজে নিতে হতো কোন সিনেমা বা অনুষ্ঠান দেখব, এখন টিভি নিজেই বুঝে নেয় আমাদের পছন্দ।

আপনি বেশি স্পোর্টস, ড্রামা না কমেডি দেখেন, টিভি সেটা বিশ্লেষণ করে আপনার জন্য সাজেস্ট করে নতুন অনুষ্ঠান বা মুভি। ফলে ইউটিউব বা নেটফ্লিক্সে ঘাঁটাঘাঁটি না করেই সহজে পেয়ে যান আপনার পছন্দের কনটেন্ট। এতে সময়ও বাঁচে, ঝামেলাও কমে।

পরিবেশ অনুযায়ী অটো পিকচার ও সাউন্ড
এআই শুধু কনটেন্ট সাজেশনে নয়, দেখার মানেও আনছে পরিবর্তন। আধুনিক টিভিগুলোতে থাকে বিল্ট-ইন সেন্সর ও এআই প্রসেসর, যা ঘরের আলো, শব্দ ও পরিবেশ বিশ্লেষণ করে স্বয়ংক্রিয়ভাবে ছবি ও সাউন্ড ঠিক করে নেয়।

ঘরে আলো বেশি থাকলে টিভি নিজে থেকেই উজ্জ্বলতা বাড়িয়ে দেয়, শব্দ বেশি হলে অডিও ব্যালান্স ঠিক করে নেয়। সংলাপ আরও পরিষ্কারভাবে শোনার জন্য সাউন্ড ফোকাসও বাড়িয়ে দেয়।

যেমন, স্যামসাংয়ের এনকিউ৮ এআই জেন৩ প্রসেসর এই কাজগুলো নিখুঁতভাবে করে, ফলে যেকোনো পরিবেশেই দর্শক পান আরও উন্নত ভিজ্যুয়াল ও সাউন্ড এক্সপেরিয়েন্স।

 ভয়েস অ্যাসিস্ট্যান্ট: কথা বলেই নিয়ন্ত্রণ
এখন আর রিমোটে বোতাম চাপার দরকার নেই। আধুনিক টিভিগুলোতে রয়েছে বিক্সবি, আলেক্সা বা গুগল অ্যাসিস্ট্যান্ট–এর মতো ভয়েস অ্যাসিস্ট্যান্ট।

শুধু বললেই টিভি বুঝে নেয় আপনি কী চান, চ্যানেল পরিবর্তন, ভলিউম নিয়ন্ত্রণ বা কোনো অনুষ্ঠান খোঁজা, সবই হয় কণ্ঠস্বরের নির্দেশে। ফলে টিভি ব্যবহার এখন আরও সহজ, ইন্টার‌অ্যাকটিভ ও ইউজার, ফ্রেন্ডলি।

স্মার্ট হোম কানেকটিভিটি
আজকের টিভি শুধু বিনোদনের যন্ত্র নয়, এটি এখন স্মার্ট হোমের নিয়ন্ত্রণ কেন্দ্র। এক স্ক্রিন থেকেই আপনি ফ্রিজ, ওয়াশিং মেশিন, এসি বা লাইট নিয়ন্ত্রণ করতে পারেন।

টিভি এখন একধরনের কমান্ড সেন্টার, যেখানে বসেই আপনি পরিচালনা করতে পারেন পুরো ঘর।

 ভবিষ্যতের পথে
একসময় টেলিভিশন ছিল শুধু নাটক বা সিনেমা দেখার মাধ্যম। এখন এটি হয়ে উঠেছে আমাদের স্মার্ট সঙ্গী, যা আমাদের জীবনযাপনকে করছে আরও সহজ, আরামদায়ক ও পারসোনালাইজড।

প্রযুক্তির এই অগ্রগতিতে এআই টিভির রূপই বদলে দেয়নি, বদলে দিয়েছে আমাদের দেখার অভিজ্ঞতাও। ভবিষ্যতে হয়তো টিভি আমাদের মেজাজ, অভ্যাস কিংবা আবেগ বুঝেও কনটেন্ট সাজেস্ট করবে। তখন প্রযুক্তি আর মানুষ মিলে তৈরি করবে এক নতুন বিনোদনের জগৎ। সূত্র:  টেকরাডার, সিনেট, দ্য ভার্জ।


 
 

image

আপনার মতামত দিন