চীনের শীর্ষ ধনীর তালিকায় নাম লেখালেন টিকটকের প্রতিষ্ঠাতা ঝাং ইমিং

প্রকাশ: মঙ্গলবার, ২৯ অক্টোবর, ২০২৪
https://techvoice24.com/assets/images/logoIcon/logo.png টেকভয়েস২৪  ডেস্ক
https://techvoice24.com/assets/images/logoIcon/logo.png
  ছবি: সংগৃহীত
চীনের বার্ষিক ধনীদের তালিকায় শীর্ষস্থান অধিকার করেছেন জনপ্রিয় ভিডিও-শেয়ারিং সামাজিক যোগাযোগ প্লাটফর্ম টিকটকের মালিকানাধিন প্রতিষ্ঠান বাইটড্যান্সের প্রতিষ্ঠাতা ঝাং ইমিং। বর্তমানে তাঁর ব্যক্তিগত সম্পদের পরিমাণ ৪৯.৩ বিলিয়ন ডলার।

মঙ্গলবার (২৯ অক্টোবর) চীনের বার্ষিক ধনীদের তালিকা নিয়ে এক প্রতিবেদন প্রকাশ করেছে রয়টার্স।  

প্রতিবেদন অনুযায়ী, ৪১ বছর বয়সী ঝাং ২০২১ সালে বাইটড্যান্সের প্রধান নির্বাহী পদ থেকে পদত্যাগ করেছেন। গত ২৬ বছরের চীনের ধনী তালিকা প্রকাশের পর থেকে তিনি ১৮ তম একক ব্যক্তি হিসেবে শীর্ষ ধনী হিসেবে স্বীকৃতি পেয়েছেন।

ওই প্রতিবেদনে বলা হয়,  ২৪ শতাংশ কমে ৪৭.৯ বিলিয়ন ডলারের সম্পদ নিয়ে তালিকায় দ্বিতীয় অবস্থানে নেমে এসেছেন বোতলজাত পানীয় ব্যবসায়ী ঝং সানসান।

অন্যদিকে, যুক্তরাষ্ট্রে চলমান আইনী লড়াইয়ের মধ্যেও গত বছরে বাইটড্যান্সের বৈশ্বিক আয় ৩০ শতাংশ বেড়ে ১১০ বিলিয়ন ডলারে পৌঁছেছে। তালিকায় তৃতীয় অবস্থানে রয়েছেন গেমিং কোম্পানি টেনসেন্টের প্রতিষ্ঠাতা পনি মা। আর চতুর্থ অবস্থানে আছেন পিডিডি হোল্ডিংসের প্রতিষ্ঠাতা কলিন হুয়াং।

ওই প্রতিবেদনে আরও বলা হয়, ২০২১ সালের তুলনায় দেশটিতে বিলিয়নিয়ারের সংখ্যা এক তৃতীয়াংশের বেশি কমে ৭৫৩-তে নেমে এসেছে।

‘চীনের অর্থনীতি এবং শেয়ার বাজারের জন্য এই বছর কঠিন ছিল,’ বলেছেন হুরুন রিপোর্টের চেয়ারম্যান রুপার্ট হুগোওয়ার্ফ।

তিনি বলেন, ‘সবচেয়ে দ্রুত অর্থনৈতিকভাবে পতন ঘটেছে চীনের রিয়েল এস্টেট খাতে। অন্যদিকে  দ্রুত বৃদ্ধি পাচ্ছে  ইলেকট্রনিক্স খাতে। যেমন, শাওমির প্রতিষ্ঠাতা লেই জুনের সম্পদ বেড়েছে ৫ বিলিয়ন ডলার।

‘সোলার প্যানেল, লিথিয়াম ব্যাটারি এবং ইলেকট্রিক যানবাহন প্রস্তুতকারকদের জন্য এই বছর চ্যালেঞ্জিং ছিল, কারণ প্রতিযোগিতা তীব্র হয়েছে, যা অতিরিক্ত সরবরাহের দিকে নিয়ে গেছে’- বলেছেন গবেষক হুগোওয়ার্ফ।

‘সোলার প্যানেল প্রস্তুতকারকদের সম্পদ ২০২১ সালের চূড়ান্ত থেকে ৮০% পর্যন্ত কমেছে, লিথিয়াম ব্যাটারি ও ইলেকট্রিক যানবাহন প্রস্তুতকারকদের সম্পদ যথাক্রমে ৫০% ও ২৫% কমেছে।’’ সূত্র: রয়টার্স।

image

আপনার মতামত দিন