বিশ্বের সবচেয়ে বড় প্রযুক্তি মেলা সিইএস ২০২৬ শুরু মঙ্গলবার

প্রকাশ: শনিবার, ০৩ জানুয়ারি, ২০২৬
https://techvoice24.com/assets/images/logoIcon/logo.png নিজস্ব প্রতিবেদক
https://techvoice24.com/assets/images/logoIcon/logo.png
  ছবি: সংগৃহীত

বিশ্ব প্রযুক্তি অঙ্গনের সবচেয়ে বড় মিলনমেলা কনজ্যুমার ইলেকট্রনিক শো (CES) 2026 শুরু হচ্ছে ৬ জানুয়ারি, যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে। চার দিনের এই প্রদর্শনী শুধু নতুন পণ্য দেখানোর জায়গা নয়, বরং এখান থেকেই অনেক সময় নির্ধারিত হয় আগামী বছরের প্রযুক্তির গতিপথ। যদিও মূল আয়োজন শুরু হবে ৬ জানুয়ারি, তবে তার আগেই, ৪ জানুয়ারি থেকে বিভিন্ন প্রাক-অনুষ্ঠান ও বড় প্রযুক্তি কোম্পানির গুরুত্বপূর্ণ উপস্থাপনা শুরু হয়ে যাবে।

কিনোট ও সংবাদ সম্মেলন
সিইএস ২০২৬-এর সূচনা হবে ৪ জানুয়ারি স্যামসাংয়ের জনপ্রিয় ‘দ্য ফার্স্ট লুক’ উপস্থাপনার মাধ্যমে। এতে স্যামসাংয়ের ডিভাইস এক্সপেরিয়েন্স বিভাগের প্রধান টি এম রো কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক ভবিষ্যৎ গ্রাহক অভিজ্ঞতা ও প্রতিষ্ঠানের কৌশল তুলে ধরবেন।

৫ জানুয়ারি থাকবে বড় প্রযুক্তি প্রতিষ্ঠানের সংবাদ সম্মেলনে ভরপুর। এলজি তাদের ‘ইনোভেশন ইন টিউন উইথ ইউ’ উপস্থাপনায় দৈনন্দিন জীবনে এআই ব্যবহারের নতুন দৃষ্টিভঙ্গি তুলে ধরবে। একই দিনে ইন্টেল উন্মোচন করবে কোর আলট্রা সিরিজ ৩ প্রসেসর, এএমডি ভবিষ্যৎ চিপ প্রযুক্তি নিয়ে বক্তব্য দেবে, আর এনভিডিয়া বিভিন্ন শিল্পে এআই ও কম্পিউটিংয়ের সর্বশেষ উদ্ভাবন প্রদর্শন করবে। সনি হোন্ডা মোবিলিটি তাদের প্রথম বৈদ্যুতিক গাড়ি নিয়েও নতুন তথ্য জানাবে।

স্যামসাং ও এলজির নতুন পণ্য
সিইএসের আগেই স্যামসাং ও এলজি নতুন পণ্যের ইঙ্গিত দিয়ে আলোচনায় এসেছে। এলজি প্রথমবারের মতো মাইক্রো আরজিবি টিভি প্রদর্শন করতে পারে, যেখানে থাকবে এক হাজারের বেশি ডিমিং জোন ও উন্নত রঙ নিয়ন্ত্রণ প্রযুক্তি। পাশাপাশি ৫কে রেজল্যুশনের এআই-চালিত গেমিং মনিটর, মডুলার হোম অডিও সিস্টেম এবং ‘ক্লয়েড’ নামের একটি হোম অটোমেশন রোবটও দেখাতে পারে প্রতিষ্ঠানটি।

স্যামসাং নতুন প্রজন্মের মাইক্রো আরজিবি টিভি, ৬কে রেজল্যুশনের থ্রিডি গেমিং মনিটর এবং ওয়াই–ফাই সমর্থিত সাউন্ড সিস্টেম প্রদর্শনের সম্ভাবনা রয়েছে।

প্রসেসর, ডিসপ্লে ও রোবট প্রযুক্তি
এবারের সিইএসে নতুন প্রজন্মের প্রসেসর বড় আকর্ষণ হতে যাচ্ছে। এএমডির রাইজেন ৯০০০ সিরিজ, ইন্টেলের প্যান্থার লেক কোর আলট্রা প্রসেসর ও কোয়ালকমের নতুন স্ন্যাপড্রাগন এক্স২ এলিট চিপ ল্যাপটপ বাজারে এআই সক্ষমতা বাড়াবে বলে ধারণা করা হচ্ছে।

এ ছাড়া উন্নত ডিসপ্লে প্রযুক্তি, এইচডিআর মান এবং ঘরোয়া রোবট-বিশেষ করে এআই–চালিত স্বয়ংক্রিয় রোবট-এবারের সিইএসে প্রযুক্তিপ্রেমীদের সবচেয়ে বেশি আগ্রহের কেন্দ্রবিন্দু হয়ে উঠতে পারে। সূত্র: দ্য ভার্জ, এনগ্যাজেট, টেকক্রাঞ্চ।

image

আপনার মতামত দিন