কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক সেবা চ্যাটজিপিটি ব্যবহারকারীদের জন্য আরও সুবিধাজনক অভিজ্ঞতা আনতে ওপেনএআই নিয়ে এসেছে নতুন একটি বড় আপডেট। এবার থেকে আলাদা কোনো মোডে না গিয়েই ব্যবহারকারীরা মূল চ্যাট উইন্ডোতেই ভয়েস মোড চালু করে ব্যবহার করতে পারবেন। একই জায়গায় কথা বলেও নির্দেশ দেওয়া যাবে। আবার চাইলে টাইপ করেও কমান্ড দেওয়া যাবে।
আলাদা মোড পরিবর্তনের ঝামেলা শেষ
আগে ভয়েস ফিচার ব্যবহার করতে হলে নির্দিষ্ট ভয়েস মোড ইন্টারফেসে যেতে হতো। এখন সেই বাধ্যবাধকতা আর নেই। ওপেনএআই জানাচ্ছে, টেক্সট চ্যাটে থেকেই ভয়েসে কথা বলা এবং ভয়েস কথোপকথনের মাঝেই টেক্সট টাইপ করা-দুই-ই এখন সম্ভব। অর্থাৎ চ্যাটজিপিটি নিজে থেকেই বুঝতে পারবে আপনি কীভাবে যোগাযোগ করছেন। ফলে একটি মাধ্যম থেকে আরেকটিতে যেতে আর কোনো আলাদা ধাপ নেই।
যাদের জন্য এটি সবচেয়ে উপকারী
অনেক ব্যবহারকারী একসঙ্গে বিভিন্ন কাজ করতে করতে চ্যাটজিপিটি ব্যবহার করেন। যেমন, রান্না করতে করতে নির্দেশ নেওয়া, হাতে কাজ করার সময় টুল পরামর্শ নেওয়া, ব্যস্ত অবস্থায় দ্রুত কোনো প্রশ্ন করা ইত্যাদি। তাদের সবার জন্য নতুন আপডেটটি বিশেষ সহায়ক।
>> যারা টাইপ করতে অসুবিধা ব্যবহারকারীরা, তারা সহজেই ভয়েস দিয়ে প্রশ্ন করতে পারবেন।
>> আবার যে সময়গুলোতে নিঃশব্দ থাকা প্রয়োজন, তখন ভয়েস অফ করে টাইপ করেই কথা চালিয়ে যেতে পারবেন।
>> দুই অভিজ্ঞতা একই চ্যাটে পাওয়ায় ব্যবহার আরও স্বাভাবিক, দ্রুত ও ঝামেলাহীন হবে।
কাজের ধরনে বড় পরিবর্তন আনবে আপডেটটি
ভয়েস ও টেক্সটকে একই জায়গায় যুক্ত করায় কাজের গতি বাড়বে। ব্যবহারকারীর নিয়ন্ত্রণও আরও সহজ হবে। এটি শুধু সুবিধাই নয়, বরং মানব এআই যোগাযোগকে আরও প্রাকৃতিক করে তুলবে। যেমন, আমরা দৈনন্দিন জীবনে মানুষের সঙ্গে কথা বলি, প্রয়োজন অনুযায়ী কখনো বলি, কখনো লিখে দিই। সূত্র: টেকক্রাঞ্চ, গেজেট৩৬০ ও টেকটাইমস