কর্মক্ষেত্রে গবেষণা, তথ্য বিশ্লেষণ ও দৈনন্দিন কাজকে আরও দ্রুত ও সহজ করে তুলতে ‘জেমিনি এন্টারপ্রাইজ’ নামে নতুন এক এআই প্ল্যাটফর্ম চালু করছে গুগল। এই প্ল্যাটফর্মে ব্যবহার করা হচ্ছে গুগলের সর্বাধুনিক জেনারেটিভ এআই প্রযুক্তি জেমিনি ২.৫ ফ্ল্যাশ, ইমাজেন এবং ভেউ মডেল, যা মিলেমিশে কাজের গতি ও মান বাড়িয়ে দেবে কয়েক গুণ।
এক প্ল্যাটফর্মে গবেষণা থেকে কাজের সমাধান
জেমিনি এন্টারপ্রাইজে যুক্ত করা হয়েছে বিশেষায়িত এআই এজেন্ট, যার মাধ্যমে গবেষণা, বিশ্লেষণ এবং নানা রকম কাজ একই জায়গা থেকেই করা যাবে। এতে সময় বাঁচবে, বাড়বে উৎপাদনশীলতা।
প্ল্যাটফর্মটিতে রয়েছে ‘নো কোড ওয়ার্ক বেঞ্চ’, যার মাধ্যমে কোনো প্রোগ্রামিং জ্ঞান ছাড়াই নিজস্ব ওয়ার্কফ্লো বা কাজের ধারা তৈরি করা সম্ভব। অর্থাৎ মার্কেটিং, বিক্রয়, প্রকৌশল, মানবসম্পদ বা অর্থ বিভাগ সব ক্ষেত্রেই সহজে ও নির্ভুলভাবে কাজ সম্পন্ন করা যাবে।
দলগত কাজ হবে আরও সহজ ও নিরাপদ
জেমিনি এন্টারপ্রাইজ এমনভাবে তৈরি করা হয়েছে, যাতে দলগত কাজ আরও কার্যকর ও নিরাপদ হয়। এতে ব্যবহারকারীরা সহজে একসঙ্গে কাজ করতে পারবেন এবং জটিল প্রক্রিয়াও স্বয়ংক্রিয়ভাবে সম্পন্ন হবে।
ব্যবসায়িক টুলের সঙ্গে সহজ সংযোগ
এই নতুন প্ল্যাটফর্মটি সহজেই যুক্ত করা যাবে জনপ্রিয় ব্যবসায়িক সফটওয়্যার যেমন, জেমিনি এন্টারপ্রাইজ প্ল্যাটফর্মটি সহজেই জনপ্রিয় ব্যবসায়িক সফটওয়্যারগুলোর সঙ্গে যুক্ত করা যাবে। এর মধ্যে রয়েছে গুগল ওয়ার্কস্পেস, মাইক্রোসফট ৩৬৫, শেয়ারপয়েন্ট, সেলসফোর্স এবং এসএপি। ফলে কোনো জটিল সেটআপ ছাড়াই প্রতিষ্ঠানগুলো তাদের বিদ্যমান কাজের পরিবেশে এআই-এর সুবিধা ব্যবহার করতে পারবে।
কেন এই প্ল্যাটফর্ম গুরুত্বপূর্ণ
বিশ্বজুড়ে অনেক বড় প্রতিষ্ঠান এখনো এআই ব্যবহারের প্রাথমিক ধাপে আছে। কেপিএমজির এক জরিপ অনুযায়ী, যুক্তরাষ্ট্রের একশোরও বেশি প্রতিষ্ঠানের বেশির ভাগই এআই প্রযুক্তি কেবল পরীক্ষামূলকভাবে ব্যবহার করছে। এমআইটির এক গবেষণায় দেখা গেছে, ৩০০টির বেশি প্রতিষ্ঠান বিপুল অর্থ বিনিয়োগ করেও কাঙ্ক্ষিত ফল পায়নি।
প্রযুক্তি বিশ্লেষকদের মতে, এই বড় বাজারকে টার্গেট করেই জেমিনি এন্টারপ্রাইজ নিয়ে আসছে গুগল।
জেমিনি এন্টারপ্রাইজের দুটি সংস্করণ থাকবে, স্ট্যান্ডার্ড ও প্লাস। এগুলোর মাসিক মূল্য নির্ধারণ করা হয়েছে ২১ থেকে ৩০ ডলার পর্যন্ত। সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস