এআই-চালিত রাইটিং টুলস এলো জিবোর্ডে

প্রকাশ: মঙ্গলবার, ০৯ সেপ্টেম্বর, ২০২৫
https://techvoice24.com/assets/images/logoIcon/logo.png নিজস্ব প্রতিবেদক
https://techvoice24.com/assets/images/logoIcon/logo.png
  ছবি: সংগৃহীত

দ্রুত, সঠিক ও অভিব্যক্তিপূর্ণ বার্তা লেখার অভ্যাসকে আরও সহজ করতে গুগল তাদের জনপ্রিয় কীবোর্ড অ্যাপ জিবোর্ডে নিয়ে এসেছে এআই-চালিত নতুন রাইটিং টুলস। এটি শুধু স্মার্টফোনে লেখার অভিজ্ঞতাকে আরও গতিময়ই করবে না, পাশাপাশি ব্যবহারকারীর গোপনীয়তাও রক্ষা করবে, সবই একেবারে ডিভাইসেই।

 এআই-এর শক্তি এখন জিবোর্ডে
গুগলের নিজস্ব এআই মডেল জেমিনি ন্যানোর মাধ্যমে পরিচালিত এই রাইটং টুলস এখন ব্যবহারকারীর লেখা বার্তাকে নিম্নলিখিতভাবে রূপান্তর করতে পারবে। যেমন, আরও আনুষ্ঠানিকভাবে, সংক্ষিপ্ত করে, আরও আবেগপূর্ণ বা বর্ণনামূলক। এর পাশাপাশি, বানান ও ব্যাকরণগত ভুলগুলোও স্বয়ংক্রিয়ভাবে শুধরে দেবে, তাও কোনো ইন্টারনেট সংযোগ ছাড়াই।

 গোপনীয়তা সর্বাগ্রে
রাইটিং টুলসের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হলো, সব কাজ ফোনেই সম্পন্ন হয়, ক্লাউডে নয়। ফলে, ব্যবহারকারীর তথ্য অনলাইনে ফাঁস হওয়ার কোনো আশঙ্কা নেই। এদিক থেকে এটি ক্লাউডভিত্তিক গ্রামার চেকারদের তুলনায় অনেক বেশি নিরাপদ।

কোন ডিভাইসে ব্যবহার করা যাবে?
প্রাথমিকভাবে, গুগলের পিক্সেল-৯ এবং পরবর্তী মডেলগুলোতে এই রাইটিং টুলস সুবিধা পাওয়া যাবে। সমর্থিত ভাষার মধ্যে রয়েছে যেমন, ইংরেজি, চীনা, ফরাসি, ইতালীয়, জাপানি, কোরীয়, পর্তুগিজ, স্প্যানিশ। 

এছাড়া, অন্যান্য প্রতিষ্ঠানের তৈরি কিছু অ্যান্ড্রয়েড ফোনেও এই ফিচার ধীরে ধীরে আসবে বলে জানা গেছে। তবে, ওইসব ডিভাইসে কতটি ভাষা সমর্থন করবে, তা এখনো পরিষ্কার নয়।

কীভাবে ফিচারটি কাজ করে?
অ্যান্ড্রয়েড অথরিটি সূত্রে জানা গেছে, কিছু ব্যবহারকারী ইতিমধ্যেই জিবোর্ড অ্যাপে রাইটিং টুলসের নতুন এআই বাটন দেখতে পাচ্ছেন। বাটনে চাপ দিলে প্রথমে একটি ছোট ফাইল ডাউনলোড হয় এবং তারপর ফিচারটি সক্রিয় হয়ে যায়। একবার চালু হলে এটি কীবোর্ডের অন্যান্য শর্টকাটের মতোই ব্যবহার করা যাবে।

যারা স্মার্টফোনে নিয়মিত মেসেজ লেখেন, ইমেইল করেন বা সোশ্যাল মিডিয়ায় পোস্ট লেখেন, তাদের জন্য জিবোর্ডের এই নতুন রাইটিং টুলস হতে পারে একটি চমৎকার সহায়ক ফিচার। এটি শুধু সময় বাঁচাবে না, একই সঙ্গে আপনার লেখাকে করে তুলবে আরও পরিশীলিত ও প্রভাবশালী। সূত্র: অ্যান্ড্রয়েড অথরিটি ও গ্যাজেটস৩৬০

image

আপনার মতামত দিন