গুগল জেমিনি : প্রেজেন্টেশন তৈরিতে নতুন যুগের সূচনা

প্রকাশ: রবিবার, ০২ নভেম্বর, ২০২৫
https://techvoice24.com/assets/images/logoIcon/logo.png নিজস্ব প্রতিবেদক
https://techvoice24.com/assets/images/logoIcon/logo.png
  ছবি: সংগৃহীত

প্রেজেন্টেশন তৈরির সফটওয়্যার বললেই অনেকের মাথায় প্রথমেই আসে মাইক্রোসফট পাওয়ারপয়েন্ট। তবে অনলাইনে ব্যবহারযোগ্যতা, সহজ শেয়ারিং এবং ক্লাউড সাপোর্টের কারণে গুগল স্লাইডস দ্রুত জনপ্রিয় হয়ে উঠেছে। 

এবার গুগল তাদের নিজস্ব কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চ্যাটবট জেমিনি-তে যুক্ত করেছে নতুন এক সুবিধা-সরাসরি গুগল স্লাইডস প্রেজেন্টেশন তৈরির ফিচার। এর ফলে এখন ব্যবহারকারীরা আর ম্যানুয়ালি স্লাইড বানাতে সময় নষ্ট না করে, কেবল কয়েকটি প্রম্পট লিখেই সম্পূর্ণ প্রেজেন্টেশন তৈরি করতে পারবেন।

জেমিনিতে প্রেজেন্টেশন তৈরির নতুন সুবিধা
গুগলের দেওয়া তথ্যমতে, নতুন এই ফিচারের মাধ্যমে জেমিনি ব্যবহারকারীরা যেকোনো লেখা, রিপোর্ট বা নথিকে মুহূর্তের মধ্যে আকর্ষণীয় স্লাইডে রূপান্তর করতে পারবেন। শুধু প্রম্পটে লিখতে হবে-“Create a presentation”, এরপর প্রেজেন্টেশনের বিষয়বস্তু যোগ করতে হবে। চাইলে নিজের কোনো নথি বা ডকুমেন্ট আপলোড করলেও, জেমিনি সেটির সারাংশ বিশ্লেষণ করে উপযুক্ত ছবি, চার্ট, ও তথ্যচিত্রসহ সুন্দরভাবে প্রেজেন্টেশন সাজিয়ে দেবে।

নিয়মিত প্রেজেন্টেশন তৈরি করেন যাঁরা-যেমন শিক্ষক, শিক্ষার্থী, করপোরেট পেশাজীবী বা উদ্যোক্তা-তাঁদের জন্য এটি হতে পারে সময় বাঁচানোর পাশাপাশি কাজের মান উন্নত করার একটি অসাধারণ উপায়।

কীভাবে কাজ করে নতুন ফিচারটি
এই সুবিধা ব্যবহারের প্রক্রিয়াও অত্যন্ত সহজ।
>> প্রথমে কম্পিউটার বা স্মার্টফোনের ওয়েব সংস্করণে জেমিনি খুলতে হবে।
>> এরপর টুলবার থেকে “Canvas” অপশনটি নির্বাচন করতে হবে।
>> প্রম্পটে লিখতে হবে “Create a presentation”।
>> প্রেজেন্টেশনের বিষয়বস্তু টাইপ করুন, অথবা কোনো লেখা বা রিপোর্ট আপলোড করুন।

এরপর বাকিটা করবে জেমিনি-আপনার দেওয়া তথ্য বিশ্লেষণ করে এক ঝটকায় তৈরি করবে সম্পূর্ণ স্লাইড, যেখানে থাকবে প্রাসঙ্গিক ছবি, তথ্যচিত্র এবং আকর্ষণীয় ডিজাইন।

শুধু অফিস নয়, শিক্ষার্থীরাও উপকৃত হবেন
জেমিনির এই নতুন টুল শুধু অফিস বা ব্যবসায়িক কাজে নয়, শিক্ষার্থীদের জন্যও সমানভাবে উপকারী। ক্লাস প্রেজেন্টেশন, প্রবন্ধ বা নোটকে এখন সহজেই স্লাইডে রূপান্তর করা যাবে। এমনকি গবেষণা বা অ্যাসাইনমেন্টের মূল পয়েন্টগুলোও জেমিনি বিশ্লেষণ করে পরিষ্কারভাবে উপস্থাপন করতে পারবে। ফলে প্রেজেন্টেশনের প্রস্তুতি নেওয়া এখন আরও দ্রুত ও সহজ।

কারা প্রথমে সুবিধা পাবেন
গুগল জানিয়েছে, প্রাথমিকভাবে জেমিনি প্রো ব্যবহারকারীরাই এই সুবিধা ব্যবহার করতে পারবেন। তবে কোম্পানির পরিকল্পনা অনুযায়ী, খুব শিগগিরই এটি বিনামূল্য সংস্করণেও উন্মুক্ত করা হবে। অর্থাৎ ভবিষ্যতে সাধারণ জেমিনি ব্যবহারকারীরাও এআই সহায়তায় প্রেজেন্টেশন তৈরি করতে পারবেন।

কেন এটি গুরুত্বপূর্ণ
জেমিনির এই নতুন সংযোজন আসলে প্রমাণ করছে, এআই এখন শুধু টেক্সট তৈরি বা প্রশ্নোত্তরেই সীমাবদ্ধ নয়-বরং এটি ধীরে ধীরে আমাদের কাজের বাস্তব ধাপগুলোও সহজ করে দিচ্ছে। যেমন আগে একটি প্রেজেন্টেশন তৈরি করতে যেখানে একাধিক টেমপ্লেট, স্লাইড ডিজাইন এবং ছবি সংগ্রহ করতে হতো, এখন তা কয়েকটি বাক্য লিখেই সম্ভব।

গুগল স্পষ্টভাবে জানাচ্ছে, এই সুবিধা শুধু প্রেজেন্টেশন নয়, বরং নথি বিশ্লেষণ, রিপোর্ট সংক্ষেপণ, এমনকি বৈঠকের সারসংক্ষেপ তৈরির মতো কাজেও কাজে লাগানো যাবে।

গুগল জেমিনি-তে যুক্ত হওয়া এই নতুন গুগল স্লাইডস ফিচার প্রেজেন্টেশন তৈরির অভিজ্ঞতাকে এক নতুন মাত্রায় নিয়ে যাচ্ছে। সময় বাঁচানো, পেশাদার মানের ডিজাইন ও বুদ্ধিদীপ্ত স্বয়ংক্রিয়তার সমন্বয়ে এটি হতে পারে অফিস, শিক্ষা বা ব্যক্তিগত প্রেজেন্টেশনের ভবিষ্যৎ সমাধান। বলা যায়, “প্রেজেন্টেশন বানাতে আর ঝামেলা নয়, এখন শুধু বলুন, ‘Create a presentation’। সূত্র: টেককাঞ্চ, দ্য ভার্জ

image

আপনার মতামত দিন