বর্তমানে নিরাপদ যোগাযোগ ও গোপনীয়তা নিশ্চিত করতে অনেকেই হোয়াটসঅ্যাপের ‘Disappearing Messages’ বা স্বয়ংক্রিয় বার্তা মুছে যাওয়ার সুবিধাটি ব্যবহার করেন। তবে এখন পর্যন্ত এই সুবিধায় বার্তা মুছে যাওয়ার ন্যূনতম সময়সীমা ২৪ ঘণ্টা হওয়ায় অনেক সময় প্রাপক বার্তাটি পড়ে ফেললেও সেটি চ্যাটবক্সে থেকে যায়।
এই সীমাবদ্ধতা কাটিয়ে আরও দ্রুত বার্তা মুছে ফেলার নতুন অপশন আনছে হোয়াটসঅ্যাপ। সম্প্রতি হোয়াটসঅ্যাপের অ্যান্ড্রয়েড বেটা ভার্সনে দেখা গেছে, ‘Disappearing Chats’-এর ক্ষেত্রে নতুন করে ১ ঘণ্টা এবং ১২ ঘণ্টা সময়সীমা যুক্ত হয়েছে।
কেন গুরুত্বপূর্ণ এই নতুন ফিচার?
ব্যক্তিগত বা সংবেদনশীল বার্তা আদান-প্রদানে সময়মতো বার্তা মুছে যাওয়া অনেকের জন্যই গুরুত্বপূর্ণ। নতুন এই সময়সীমা চালু হলে ব্যবহারকারীরা চাইলে আরও দ্রুত বার্তা চ্যাটবক্স থেকে সরিয়ে ফেলতে পারবেন। এতে যেমন ব্যক্তিগত গোপনীয়তা আরও সুরক্ষিত থাকবে, তেমনি চ্যাটবক্সও অপ্রয়োজনীয় বার্তামুক্ত থাকবে।
হোয়াটসঅ্যাপের মতে, নির্দিষ্ট সময় পার হওয়ার পর বার্তাগুলো মুছে গেলে সেগুলো আর কেউ দেখতে বা পুনরুদ্ধার করতে পারবেন না, এমনকি হোয়াটসঅ্যাপও নয়।
কবে আসছে এই ফিচার?
এই মুহূর্তে নতুন সময়সীমার ফিচারটি হোয়াটসঅ্যাপের অ্যান্ড্রয়েড বেটা ভার্সন ২.২৫.২৪.১৮-এ পরীক্ষাধীন। সবকিছু ঠিকঠাক চললে আগামী কয়েক মাসের মধ্যেই এটি সাধারণ ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত হতে পারে।
যেসব সময়সীমা বর্তমানে রয়েছে সেগুলো হলো ২৪ ঘণ্টা, ৭ দিন, ৯০ দিন, (নতুন) ১২ ঘণ্টা, (নতুন) ১ ঘণ্টা।
একটা বিষয় মাথায় রাখতে হবে
যদিও মাত্র ১ ঘণ্টার মধ্যে বার্তা মুছে যাওয়ার সুবিধা গোপনীয়তার দিক দিয়ে ভালো, তবে হোয়াটসঅ্যাপ নিজেই সতর্ক করে বলছে, প্রাপক বার্তাটি পড়ার আগেই সেটি মুছে যেতে পারে। সেক্ষেত্রে প্রয়োজনীয় তথ্য পৌঁছানোর আগেই হারিয়ে যেতে পারে। তবে ব্যবহারকারী চাইলে এই টাইমার পরিবর্তন বা বাতিল করতেও পারবেন।
প্রযুক্তি বিশ্লেষকদের মতে, শুরু থেকেই ২৪ ঘণ্টাকে সর্বনিম্ন সময়সীমা রাখা কার্যকর সিদ্ধান্ত ছিল না। এখন ১ ঘণ্টা ও ১২ ঘণ্টা যোগ হওয়ায় ব্যবহারকারীদের নিয়ন্ত্রণ আরও বেড়েছে। সূত্র: টেকক্রাঞ্চ।