ইউটিউবের সিইওর নকল ভিডিও তৈরি করে ব্যক্তিগত তথ্য চুরি করল হ্যাকাররা

প্রকাশ: শনিবার, ০৮ মার্চ, ২০২৫
https://techvoice24.com/assets/images/logoIcon/logo.png নিজস্ব প্রতিবেদক
https://techvoice24.com/assets/images/logoIcon/logo.png
  ছবি: সংগৃহীত
বর্তমান ডিজিটাল যুগে সাইবার অপরাধীদের কার্যক্রম দিন দিন আরও পরিশীলিত হয়ে উঠছে। সম্প্রতি এক চাঞ্চল্যকর ঘটনায়, এক দল হ্যাকার ইউটিউবের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) নীল মোহানের নকল ভিডিও তৈরি করে ইউটিউবের ভিডিও নির্মাতাদের ব্যক্তিগত তথ্য চুরি করছে একদল সাইবার অপরাধী।

প্রতারণার ফাঁদে ফেলে এই সাইবার অপরাধীরা জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটরদের লগইন তথ্য হাতিয়ে নেয়, যা পরবর্তীতে তাদের ইউটিউব চ্যানেল ও সংবেদনশীল তথ্যের নিরাপত্তাকে হুমকির মুখে ফেলে। প্রযুক্তিগত নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করার প্রয়োজনীয়তা আবারও সামনে এনে দিয়েছে এই ঘটনা।

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি জনপ্রিয় হওয়ার পাশাপাশি এর অপব্যবহারও বাড়ছে। সম্প্রতি এ প্রযুক্তি ব্যবহার করে ভুয়া ভিডিও তৈরি করা হচ্ছে, যা ‘ডিপফেক’ ভিডিও নামে পরিচিত। এসব ভিডিওতে নির্দিষ্ট ব্যক্তির অঙ্গপ্রত্যঙ্গ নড়াচড়া করার পাশাপাশি কণ্ঠস্বর ব্যবহার করায় অনেকেই বুঝতে পারেন না এটি নকল ভিডিও।   

ইউটিউবের তথ্যমতে,  একদল হ্যাকার ইউটিউবের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) নীল মোহানের ভুয়া ভিডিও তৈরি করে ফিশিং হামলা চালাচ্ছে। ভিডিওটি বিভিন্ন ইউটিউব কনটেন্ট নির্মাতাদের কাছে পাঠিয়ে ইউটিউবের মনিটাইজেশন নীতিতে পরিবর্তনের কথা জানানো হচ্ছে, যা সম্পূর্ণ ভুয়া। মূলত, এটি ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য হাতিয়ে নেওয়ার একটি কৌশল। এই ঘটনা ডিজিটাল নিরাপত্তার ঝুঁকির দিকটি আবারও সামনে নিয়ে এসেছে এবং ভিডিও নির্মাতাদের আরও সতর্ক থাকার প্রয়োজনীয়তা মনে করিয়ে দিচ্ছে।

এ বিষয়ে এক ঘোষণায় ইউটিউব জানিয়েছে, ‘ইউটিউব বা এর কোনো কর্মী ব্যক্তিগত ভিডিওর মাধ্যমে কখনো কোনো বার্তা পাঠায় না বা নীতিগত পরিবর্তনের বিষয়ে যোগাযোগ করে না। যদি কেউ ইউটিউবের নাম ব্যবহার করে ব্যক্তিগতভাবে ভিডিও পাঠায়, সেটি নিঃসন্দেহে একটি ফিশিং প্রতারণা।’

এক ব্যবহারকারী জানিয়েছেন, ‘নোটিফিকেশন ফর ইউটিউব ক্রিয়েটরস’ নামের একটি অ্যাকাউন্ট থেকে তার কাছে একটি ই-মেইল পাঠানো হয়েছে। সেখানে একটি ভিডিও শেয়ার করা হয়েছে এবং সেই ভিডিও দেখতে একটি নির্দিষ্ট ফাইল ডাউনলোড করতে বলা হয়েছে।

আরেকজন ব্যবহারকারী জানিয়েছেন, চ্যানেল ফর ক্রিয়েটরস- নামের একটি অ্যাকাউন্ট থেকে পাঠানো ভিডিওতে ইউটিউবের নতুন মনিটাইজেশন নীতিতে সম্মতি দেওয়ার জন্য একটি লিংকে ক্লিক করতে বলা হয়েছে।

সাম্প্রতিক সময়ে রেডিটসহ বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে এই ধরনের প্রতারণার অভিযোগ উঠছে। যদি কেউ এ ধরনের সন্দেহজনক ভিডিও বা বার্তা পান, তাহলে তা ইউটিউবের অফিশিয়াল ওয়েবসাইটে রিপোর্ট করার পরামর্শ দিয়েছে প্রতিষ্ঠানটি। প্রযুক্তি বিশেষজ্ঞরা কনটেন্ট নির্মাতাদের আরও সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন এবং সন্দেহজনক লিংক বা ফাইল ডাউনলোড না করার পরামর্শ দিয়েছেন। সূত্র: দ্য ভার্জ
image

আপনার মতামত দিন